নির্বাচনকমিশন
ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত শ্রীমতী দ্রৌপদী মুর্মু
Posted On:
22 JUL 2022 5:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ জুলাই, ২০২২
কমিশন ২০২২ সালের ৯ জুন প্রেস বিজ্ঞপ্তিতে ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ঘন্ট ঘোষণা করেছিল। ভোটের দিন স্থির করা হয় ১৮ জুলাই। ২১ জুলাই ছিল ভোট গণনার জন্য নির্দিষ্ট দিন। নির্ঘণ্ট মেনে ১৮ জুলাই নতুন দিল্লির সংসদ ভবনে এবং সব রাজ্যগুলির (দিল্লি ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরী সহ) ভোট নেওয়া হয়। ভোটের জন্য ৪ হাজার ৭৯৬ জন বৈধ ভোটদাতা ছিলেন (৭৭১ জন সাংসদ এবং ৪ হাজার ২৫ জন বিধায়ক)। এর মধ্যে ৪ হাজার ৭৫৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন (৭৬৩ জন সাংসদ এবং ৩ হাজার ৯৯১ জন বিধায়ক)। এই নির্বাচনের রিটার্নিং অফিসার রাজ্যসভার সেক্রেটারি জেনারেল ভোট গণনার পর ২১ জুলাই শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি ঘোষণা করেন। এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল ১৫ জুন গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে। এই প্রক্রিয়া আজ সম্পন্ন হয়েছে শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি পদে নির্বাচনের শংসাপত্র দেওয়ার মাধ্যমে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার ও অন্য এক নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পান্ডে এই শংসাপত্রটিতে স্বাক্ষর করেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের হাতে তুলে দেন। এটি ২৫ জুলাই দেশের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে পাঠ করা হবে।
নির্বাচন কমিশন এই ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসার সিইও-রা, ইসিআই পর্যবেক্ষক, দিল্লি পুলিশ, সিআইএসএফ, বিজিসিএ এবং বিসিএএস – এর সম্পূর্ণ দলকে তাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
PG/PM/SB
(Release ID: 1844179)
Visitor Counter : 320