পরিবেশওঅরণ্যমন্ত্রক

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা

Posted On: 21 JUL 2022 2:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রক একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী বিক্রি ও ব্যবহার, প্রস্তুত, মজুত, বন্টন ও আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে ২০২১ সালের ১২ অগাস্ট প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সংশোধনী আইন, ২০২১ জারি করে। ২০২২-এর পয়লা জুলাই থেকে এটি কার্যকর হয়েছে। এর মধ্যে রয়েছে –

১) কান পরিষ্কার করার প্লাস্টিক কাঠি, বেলুনের জন্য প্লাস্টিকের লাঠি, প্লাস্টিকের পতাকা, চকলেট ও আইসক্রিমের কাঠি, সাজসজ্জার জন্য ব্যবহৃত থার্মোকল।

২) প্লেট, কাপ, গ্লাস, চামচ, ছুরি, কাঁটা চামচ, স্ট্র, ট্রে বা মিস্টির বাক্স, প্যাকেট করার মতো কাগজ, নিমন্ত্রণপত্র, সিগারেটের প্যাকেট, ১০০ মাইক্রণের কম প্লাস্টিক বা পিভিসি ব্যানার।

এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭৫ মাইক্রণের কম ওজনের প্লাস্টিকের ক্যারিব্যাগ বিক্রি, ব্যবহার, প্রস্তুত, মজুত, বন্টন ও আমদানির ওপরও ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা রয়েছে। ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্লাস্টিক ক্যারিব্যাগ/একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী ব্যবহার সম্পূর্ণ বা আংশিক বন্ধ করতে ইতিমধ্যেই বিবৃতি জারি করা হয়েছে। অণু, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগগুলিকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর পরিবর্তে অন্য সামগ্রী তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও, প্রযুক্তির উন্নতি, সচেতনতা বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারের তরফে নানা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রাজ্যসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে।

PG/PM/SB



(Release ID: 1843491) Visitor Counter : 177