স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারত কোভিড-১৯ টিকাকরণে ২০০ কোটি ডোজ দিয়ে এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে

কোভিড টিকাকরণ অভিযানে ২০০ কোটি টিকার ডোজ দেওয়ার মাইলফলক অতিক্রম করায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 17 JUL 2022 1:50PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৭ জুলাই, ২০২২

ভারতে কোভিড-১৯ টিকাকরণ অভিযান সোমবার এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। ১৭ জুলাই বেলা ১টা পর্যন্ত ২০০ কোটি ১৫ হাজার ৬৩১টি টিকার ডোজ দেওয়া হয়েছে।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ভারতের টিকাকরণ অভিযানের গতিকে অপ্রতিরোধ্য বলে মন্তব্য করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া মাত্র ১৮ মাসে এই সাফল্য অর্জন করায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি একে ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে উল্লেখ করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীন পাওয়ার এই সাফল্যের জন্য স্বাস্থ্যকর্মীরা কঠোর পরিশ্রম করেছেন বলে জানিয়ে তাঁদের ধন্যবাদ দেন। মানবজাতির জন্য তাঁদের উদ্যোগের ফলে এই নতুন রেকর্ড গড়া সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী ২০২১ সালের ১৬ জানুয়ারি দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণ অভিযানের সূচনা করেন। তাঁর সক্রিয় ও দূরদর্শী নেতৃত্বে দেশ কোভিড-১৯ টিকার গবেষণা, উন্নয়ন এবং প্রস্তুতির কাজে সব ধরনের সহয়োগিতা সংশ্লিষ্ট পক্ষকে করে আসছে। ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় ‘মেক ফর ওয়ার্ল্ড’ কৌশল অবলম্বন করে এই অভিযান চলছে। দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে নাগরিকদের টিকাকরণে সময় নির্বাচন, টিকা প্রদানে অগ্রাধিকার সহ নানা কৌশল অবলম্বন করা হচ্ছে। এই অভিযানের সাফল্যে অত্যাধুনিক কো-উইন পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

‘হর ঘর দস্তক’, কর্মক্ষেত্রে কোভিড টিকাকরণ কেন্দ্র, বিদ্যালয় টিকাকরণ অভিযান, ভ্রাম্যমান টিকা কেন্দ্র, পরিচয়পত্র না থাকা সত্ত্বেও টিকা প্রদানের মতো উদ্যোগের মাধ্যমে ভারতে বিনামূল্যে কোভিড টিকাকরণ কর্মসূচী সাফল্য অর্জন করেছে। দেশের কোভিড টিকাকরণ কেন্দ্রগুলির ৭১ শতাংশ গ্রামাঞ্চলে এবং ৫১ শতাংশের বেশি টিকা মহিলা কর্মীরা দিয়েছেন। এভাবেই ভারতের জাতীয় কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচী ভৌগোলিক অবস্থান ও লিঙ্গ বৈষম্যকে অতিক্রম করে এগিয়ে চলেছে।

দেশজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা হ্রাস পেলেও প্রত্যেক যোগ্য নাগরিক যাতে টিকা পান তার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১এর ১৬ জানুয়ারি টিকাকরণ অভিযান শুরু হওয়ার প্রায় ৯ মাসের মধ্যে ১০০ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে, আর আরও ৯ মাস লেগেছে ২০০ কোটি টিকার লক্ষ্যপূরণে। ১৭ সেপ্টেম্বর একদিনে আড়াই কোটি টিকা দিয়ে দেশ এক নতুন রেকর্ড তৈরি করেছে।

কেন্দ্র, কোভিড টিকাকরণ অমৃত মহোৎসব কর্মসূচীর আওতায় ১৫ জুলাই থেকে ৭৫ দিনের জন্য প্রাপ্ত বয়স্ক নাগরিকদের বিনামূল্যে সতর্কতামূলক ডোজ দেওয়ার কর্মসূচী শুরু করেছে। কোভিড টিকাকরণের বিষয়ে সঠিক তথ্য পৌঁছে দিতে যথাযথভাবে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে টিকার বিষয়ে যেকোন বিভ্রান্তি দূর হয়েছে। কেন্দ্রীয় সরকার দেশজুড়ে টিকাকরণ অভিযানকে আরও ত্বরান্বিত এবং আরও প্রসারিত করতে অঙ্গীকারবদ্ধ।

PG/CB/NS



(Release ID: 1842672) Visitor Counter : 154