গ্রামোন্নয়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

গ্রামোন্নয়ন মন্ত্রক ‘জাতীয় গ্রামোন্নয়ন মিশন’-এর নামে ভুয়ো নিয়োগের বিষয়ে জনগণকে সচেতন করে দিয়েছে

Posted On: 15 JUL 2022 3:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জুলাই, ২০২২

গ্রামোন্নয়ন মন্ত্রক সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলেছে যে একটি সংস্থা তাদের মন্ত্রকের নামে নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি দিচ্ছে।

‘জাতীয় গ্রামোন্নয়ন মিশন’ (এনআরডিএম) নামে এই সংস্থাটি জাতীয় গ্রাম ও জীবিকা মিশন, এনডিসিসি-২, সপ্তম তল, জয় সিংহ রোড, নতুন দিল্লি, ১১০০০১ – এই ঠিকানায় বা ১২, লোধি রোড, ১১০০০৩ – এই ঠিকানায় তাদের অফিস থাকার দাবি করছে ও যোগাযোগের নম্বর দিয়েছে ৮৩৭৫৯৯৯৬৬৫। বাস্তব ক্ষেত্রে এর কোনটাই ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের আওতাধীন নয়।

মন্ত্রকের নামে ‘জাতীয় গ্রামোন্নয়ন মিশন’ যে নিয়োগ কর্মসূচি চালাচ্ছে সে বিষয়ে সাধারণ জনগণকে সতর্ক করা হয়েছে।

মন্ত্রক বলেছে তাদের কোনও নিয়োগের ক্ষেত্রে কোনও ফি বা অন্য কোনও কাজের জন্য ফি চাওয়া হয় না এবং আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ চাওয়া হয় না।

PG/PM/DM


(Release ID: 1841840) Visitor Counter : 133