শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের উদ্যোগে বিনামূল্যে কোভিড টিকার সতর্কতামূলক ডোজ প্রদান

Posted On: 15 JUL 2022 4:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জুলাই, ২০২২

স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকার আজ থেকে ৭৫ দিন ধরে সকল প্রাপ্ত বয়স্কদের জন্য কোভিড টিকার সতর্কতামূলক ডোজ বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচির আওতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক শ্রম শক্তি ভবনে টিকাকরণ শিবিরের আয়োজন করে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব সতর্কতামূলক ডোজ নিয়ে এই শিবিরের সূচনা করেন।

শ্রী যাদব বলেন, যোগ্য ব্যক্তিদের সকলেই টিকা নেওয়া উচিৎ। নিজেকে সুরক্ষিত রাখার মধ্য দিয়ে সমাজকে কোভিড-১৯ অতিমারী থেকে সুরক্ষিত রাখা সম্ভব। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের এবং মন্ত্রকের আওতায় থাকা প্রতিটি সংস্থার কর্মীদের আগামী ৭৫ দিনের মধ্যে টিকা নেওয়ার পরামর্শ দেন। ইএসআই হাসপাতালগুলিতেও বিনামূল্যে কোভিড টিকার সতর্কতামূলক ডোজটি প্রাপ্তবয়স্কদের দেওয়া হচ্ছে।

PG/CB/SB



(Release ID: 1841793) Visitor Counter : 105