ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
কেন্দ্র দেশের প্রধান ভোজ্যতেল অ্যাসোসিয়েশনগুলিকে অবিলম্বে ১৫ টাকা দাম কমানোর নির্দেশ দিয়েছে
Posted On:
08 JUL 2022 3:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ জুলাই, ২০২২
খাদ্য ও গণবন্টন দপ্তর ৬ জুলাই এক বৈঠকে দেশের প্রথম সারির ভোজ্যতেল সংস্থাগুলিকে ভোজ্যতেলের দাম অবিলম্বে প্রতি লিটারে ১৫ টাকা কমানোর বিষয়টি নিশ্চিত করতে বলেছে।
কেন্দ্র আরও বলেছে, কোনভাবেই যেন এই মূল্য হ্রাসের বিষয়টিতে দেরি না হয়, সেদিকেও নজর দিতে হবে। ডিস্ট্রিবিউটার ও প্রস্তুতকারকদেরও এদিকে নজর দিতে হবে। কিছু কিছু কোম্পানি এমআরপি-র ওপর দাম না কমিয়ে বরঞ্চ তা বাড়িয়ে রাখে। এক্ষেত্রে তাদের অবিলম্বে দাম কমানোর কথা বলা হয়েছে।
বৈঠকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কম হতে থাকার বিষয়টি নিয়েও আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে দেশীয় স্তরে ভোজ্যতেল শিল্পের দাম কমানোর বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন বলেও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। এছাড়া, দামের বিষয়ে তথ্য সংগ্রহ, ভোজ্যতেলের প্যাকেটজাতকরণ সহ নানান বিষয় বৈঠকে আলোচনা হয়।
উল্লেখ্য এটি স্মরণ করা যেতে পারে, ২০২২-এর মে মাসে এক বৈঠকে ফরচুন রিফাইন্ড সানফ্লাওয়ার তেলের ১ লিটার প্যাকেটের দাম ২২০ টাকা থেকে কমিয়ে ২১০ টাকা এবং ফরচুন সোয়াবিন ও কাচ্চি ঘানি তেলের ১ লিটারের প্যাকেটের দাম ২০৫ টাকা থেকে কমিয়ে ১৯৫ টাকা করা হয়।
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দামে ব্যাপক নিম্নগতি দেখা যাচ্ছে, কিন্তু ঘরোয়া বাজারে এর চিত্র কিছুটা অন্যরকম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রান্নার তেলের খুচরো দাম কমানোর জন্য শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে সরকার।
দেশে ভোজ্যতেলের অতিরিক্ত মূল্য ও ঠিকমতো যোগান না থাকার বিষয়টিতে দপ্তর অবিরাম নজর রেখে চলেছে। গ্রাহকরা যাতে কিছুটা স্বস্তি পান সেদিকেও কড়া নজর রেখেছে দপ্তর।
PG/PM/DM/
(Release ID: 1840465)
Visitor Counter : 153