রাষ্ট্রপতিরসচিবালয়
ইদ-উজ-জুহার প্রাক্কালে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
Posted On:
09 JUL 2022 4:34PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৯ জুলাই, ২০২২
রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ ইদ-উজ-জুহার প্রাক্কালে সহ-নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেন, “ইদ-উজ-জুহা উপলক্ষ্যে আমি আমার সহ-নাগরিক বিশেষ করে আমাদের মুসলিম ভাই ও বোনেদের শুভেচ্ছা জানাই।
ইদ-উজ-জুহা উৎসব ত্যাগ ও মানবতার প্রতি সেবার প্রতীক। এই উৎসব আমাদের হজরত ইব্রাহিমের দেখানো আত্মত্যাগের পথে চলতে উদ্বুদ্ধ করে।
এই উপলক্ষ্যে আসুন আমরা মানব জাতির সেবায় নিয়োজিত হই এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করি।”
PG/PM/NS
(Release ID: 1840453)
Visitor Counter : 209