সংসদবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদের বাদল অধিবেশনের প্রস্তুতির অঙ্গ হিসেবে সংসদীয় বিষয়ক শ্রী অর্জুন রাম মেঘওয়াল বিভিন্ন মন্ত্রকের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন

Posted On: 06 JUL 2022 5:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ জুলাই, ২০২২

২০২২ সালের বাদল অধিবেশনের প্রস্তুতির অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল বুধবার একটি বৈঠকে পৌরহিত্য করেন। বৈঠকে বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সচিব ও উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ২৬ দিনব্যাপী ১৮টি অধিবেশনে সভার কাজ যাতে সুষ্ঠুভাবে চলে তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ৪ জুলাই সংসদীয় বিষয়ক মন্ত্রকের আধিকারিকরা আইন প্রণয়নকারী দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। ঐ বৈঠকে বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের আইন প্রণয়ন সংক্রান্ত বিষয় সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

PG/CB/DM


(Release ID: 1839907) Visitor Counter : 178