নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

ভারতের উপ-রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন

Posted On: 05 JUL 2022 1:52PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ জুলাই, ২০২২

রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৫২-র ৪ নং ধারার ১ নং উপ-ধারা অনুযায়ী নির্বাচন কমিশন ভারতের উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আমি এই নির্বাচনের রিটার্নিং অফিসার উৎপল কুমার সিং জানাচ্ছি যে –

১) মনোয়নপত্রটি প্রার্থী বা তাঁর কোনও সমর্থক দ্বারা নতুন দিল্লির সংসদ ভবনের একতলার ১৮ নম্বর ঘরে ১৯ জুলাইয়ের মধ্যে বেলা ১১টা থেকে ৩টে পর্যন্ত জমা দিতে হবে। কোনও কারণে রিটার্নিং অফিসার উপস্থিত না থাকলে সহকারি রিটার্নিং অফিসার শ্রী পি সি ত্রিপাঠীর কাছে তা জমা দেওয়া যাবে।

২) প্রতিটি মনোনয়নপত্রের সঙ্গে ঐ সংসদীয় ক্ষেত্রের ভোটদাতার সূচি যেখানে কিনা ঐ প্রার্থীর নাম ভোটদাতা হিসেবে নথিভুক্ত আছে, সেই কাগজটি জমা দিতে হবে।

৩) প্রত্যেক প্রার্থীকে ১৫ হাজার টাকা জমা দিতে হবে। মনোনয়ন দাখিলের সময় নগদে রিটার্নিং অফিসারের কাছে এই অর্থ জমা দেওয়া যেতে পারে অথবা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা সরকারি ট্রেজারিতেও টাকা জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে জমা দেওয়ার রসিদ মনোয়নপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।

৪) মনোনয়নপত্রগুলি উপরোক্ত স্থান থেকে সংগ্রহ করা যাবে।

৫) বাতিল হওয়া মনোনয়নপত্র ছাড়া অন্য মনোনয়নপত্রগুলি ২০ জুলাই, বুধবার বেলা ১১টায় নতুন দিল্লির সংসদ ভবনের দ্বিতলে ৬২ নম্বর ঘরে নিয়ে যাওয়া হবে।

৬) প্রার্থী পদ প্রত্যাহারের বিষয়ে প্রার্থীকে বা তাঁর কোনও সমর্থককে চিঠি দিতে হবে ২২ জুলাই, ২০২২ বেলা ৩টের আগে।

৭) যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রয়োজন হয়, তবে ৬ আগস্ট, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে।

PG/PM/DM


(Release ID: 1839390) Visitor Counter : 238