অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

৪৭তম জিএসটি কাউন্সিলের বৈঠক

Posted On: 29 JUN 2022 6:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯  জুন, ২০২২

৪৭তম জিএসটি কাউন্সিলের বৈঠক হয়েছে চন্ডীগড়ে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের সভাপতিত্বে হওয়া এই বৈঠকে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধুরী, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীরা এবং অর্থমন্ত্রক ও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এই বৈঠকে নিম্নলিখিত পণ্যের ওপর ধার্য জিএসটি-র হার পরিবর্তন করা হয়েছে।

পণ্য

ক্রমিক নং.

পণ্য

জিএসটি ছিল

জিএসটি হয়েছে

১.

ছাপা, আঁকা এবং লেখার কালি

১২%

১৮%

২.

কাগজ কাটার ছুরি, পেন্সিল কাটার ছুরি, ব্লেড, চামচ, কাঁটা চামচ, হাতা ইত্যাদি

১২%

১৮%

৩.

জল সরবরাহের বিদ্যু চালিত পাম্প, ডিপ টিউবওয়েলের টার্বাইন পাম্প ইত্যাদি

১২%

১৮%

৪.

শস্য ঝাড়াই মেশিন, আটা চাকি ইত্যাদি

%

১৮%

৫.

ডিম, ফল এবং অন্যান্য কৃষি পণ্য পরিষ্কার ও বাছাই করার যন্ত্র, ডেয়ারীতে ব্যবহৃত যন্ত্র ইত্যাদি

১২%

১৮%

৬.

এলইডি আলো, সার্কিট বোর্ড ইত্যাদি

১২%

১৮%

৭.

ড্রয়িং এবং মার্কিং-এর যন্ত্র

১২%

১৮%

৮.

সৌরশক্তি চালিত হিটার

%

১২%

৯.

চামড়াজাত দ্রব্য ইত্যাদি

%

১২%

১০.

ভোজ্য তেল এবং কয়লার ওপর সঞ্চিত ইনপুট ট্যাক্স ক্রেডিট ফেরত দেওয়া হবে না

পরিষেবা

১১.

ফোরম্যান কর্তৃক চিট ফান্ডকে দেওয়া পরিষেবা

১২%

১৮%

১২.

চর্মশিল্পের সঙ্গে জড়িত পরিষেবা

%

১২%

১৩.

চর্মজাত দ্রব্য উপাদন এবং জুতো তৈরি

%

১২%

১৪.

মাটির ইঁট তৈরি

%

১২%

১৫.

সড়ক, সেতু, রেল, মেট্রো এবং শ্মশানে চুক্তিভিত্তিক কাজ

১২%

১৮%

১৬.

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, ঐতিহাসিক স্মারকে স্থানীয় প্রশাসনের পক্ষে, জল সরবরাহ প্ল্যান্ট, ড্যাম, পাইপলাইন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালে চুক্তিভিত্তিক কাজ

১২%

১৮%

১৭.

কেন্দ্র ও রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল এবং স্থানীয় প্রশাসনের পক্ষে মূলত মাটি কাটার চুক্তিভিত্তিক কাজ

%

১২%

 

খ) অন্যান্য ক্ষেত্রে জিএসটি হারের পরিবর্তন

ক্রমিক নং.

পণ্য

জিএসটি ছিল

জিএসটি হয়েছে

১.

অস্ত্রোপচারে ব্যবহৃত দ্রব্য

১২%

%

২.

হাড়ের চিকিসায় ব্যবহৃত পণ্য, শরীরে স্থাপন করা হয় এমন ইমপ্লান্ট, চোখের ভিতরে বসানো হয় এমন লেন্স

১২%

%

৩.

টেট্রাপ্যাক

১২%

১৮%

৪.

বিভিন্ন ধরণের আলকাতরা

%/১৮%

১৮%

৫.

জাতীয় ফাইলেরিয়া নির্মূল প্রকল্পে সরবরাহের জন্য আমদানিকৃত ডাই-ইথাইলকার্বামাজাইন ট্যাবলেট

%

-

৬.

পালিশ করা হীরে

.২৫ %

১.৫%

৭.

সেনাবাহিনীর ব্যবহারের জন্য বেসরকারি ক্ষেত্রের আমদানি করা প্রতিরক্ষা সামগ্রী

প্রযোজ্য হার

-

পরিষেবা

১.

রোপওয়ের মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহন

১৮%

%

২.

জ্বালানী সহ পণ্যবাহী গাড়ি/ট্রাক ভাড়া দেওয়া

১৮%

১২%

 

গ) ছাড় প্রত্যাহার

১. দই, লস্যি, ঘোল ইত্যাদি এবং কিছু নির্দিষ্ট খাদ্যদ্রব্য ও খাদ্য শস্যের ওপরে এতদিন জিএসটি ধার্য করা হতো না। কাউন্সিল এই বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করেছে।

গ) ২. নিম্নলিখিত পণ্যের ক্ষেত্রে জিএসটি ছাড় প্রত্যাহার করা হবে, ঘোষিত হার হবে

১.

চেকবই

-

১৮%

২.

মানচিত্র, গ্লোব, দেওয়ালে টাঙানো মানচিত্র, অ্যাটলাস

-

১২%

 

গ)৩. নিম্নলিখিত পণ্যের ক্ষেত্রে জিএসটি হার বাড়ানো হয়েছে

১.

পেট্রোলিয়াম/কোল বেড মিথেন

%

১২%

২.

জনগণের টাকায় চলা গবেষণা সংস্থায় ব্যবহৃত বৈজ্ঞানিক যন্ত্রপাতি

%

প্রযোজ্য কর

৩.

ই-বর্জ্য

%

১৮%

 

গ) ৪. নিম্নলিখিত পরিষেবার ক্ষেত্রে জিএসটি হার পরিবর্তন করা হয়েছে

ক্রমিক নং.

বর্ণনা

১.

উত্তরপূর্বের রাজ্য এবং বাগডোগরা থেকে বিমানে যাত্রীদের আসা-যাওয়ার ক্ষেত্রে ছাড় শুধুমাত্র ইকোনমি ক্লাসে পাওয়া যাবে

২.

নিম্নলিখিত পরিষেবার ক্ষেত্রে ছাড় সম্পূর্ণ তুলে নেওয়া হচ্ছে

 

ক) রেল পরিবহন

খ) করযোগ্য পণ্য যেমন- বাদাম, মশলা, গুড়, তুলো ইত্যাদি মজুত

গ) কৃষিপণ্যের গুদামে ফিউমিগেশন

ঘ) রিজার্ভ ব্যাঙ্ক, সেবি, এফএসএসএআই দ্বারা প্রদত্ত পরিষেবা

ঙ) জিএসটিএন

চ) রেজিস্ট্রিকৃত ব্যবসায়ীকে বাসগৃহ ভাড়া দেওয়া

ছ) কর্ড ব্লাড ব্যাঙ্ক কর্তৃক প্রদত্ত পরিষেবা

 

 

৩.

সাধারণ জৈব চিকিসা বর্জ্য পরিশোধন সুবিধাগুলিকে ১২% হারে কর দিতে হবে

৪.

দৈনিক ১০০০ টাকা পর্যন্ত হোটেলের ঘরের ক্ষেত্রে করের হার ১২%

৫.

হাসপাতালে আইসিইউ বাদে অন্যান্য ঘরের ভাড়া দৈনিক/রোগী পিছু ৫০০০ টাকা বেশি হলে ৫% হারে কর ধার্য হবে

৬.

বিনোদনমূলক কাজে প্রশিক্ষণের ক্ষেত্রে কর ছাড় শুধুমাত্র এই পরিষেবা যদি কোন ব্যক্তি বিশেষ প্রদান করেন তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে

ঘ) কাউন্সিল ক্যাসিনো, ঘোড়দৌড় এবং অনলাইন গেমিং-এর ওপরে জিএসটি, রাজ্যগুলির রিপোর্টের ওপর নির্ভর করে ধার্য করার জন্য মন্ত্রিগোষ্ঠীকে নির্দেশ দিয়েছে।

ঙ) জিএসটি হার

ঙ) ১. পণ্য

১. ইলেকট্রিক গাড়ি- ৫%

      ২. সিডিউল ১এ ক্রমিক সংখ্যা ১২৩ এ উল্লিখিত পাথর- ৫%

      ৩. সব ধরনের আম- ১২%

      ৪. পরিশুদ্ধ জল জিএসটি মুক্ত কিন্তু ক্রমিক সংখ্যা ৯৯এ উল্লিখিত জল নয়

      ৫. নিকোটিন পোলারিলেক্স আঠা ১৮%

৪৭তম জিএসটি কাউন্সিলের সুপারিশগুলি ১৮ জুলাই ২০২২ থেকে কার্যকর হবে।    

PG/SC/NS



(Release ID: 1838297) Visitor Counter : 344