সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

“জাতীয় মহাসড়ক উৎকর্ষ পুরস্কার” ২০২১

Posted On: 27 JUN 2022 1:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জুন, ২০২২

দেশের সড়ক পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তুলতে ২০১৮ সালে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের উদ্যোগে চালু হয় ‘জাতীয় মহাসড়ক উৎকর্ষ পুরস্কার’। মহাসড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলের কর্মপ্রচেষ্টার ক্ষেত্রে এক সুস্থ প্রতিযোগিতার মানসিকতাকে উৎসাহ দিতে এই পুরস্কার কর্মসূচির কথা ঘোষণা করা হয়।

পুরস্কার চালু হওয়ার প্রথম বছরটিতে, অর্থাৎ ২০১৮ সালে ১১ জন বিজয়ীকে পুরস্কৃত করেন সড়ক পরিবহণ ও মহাসড়ক দপ্তরের মন্ত্রী শ্রী নীতিন গড়করি। এর পরের বছর, অর্থাৎ ২০১৯ সালে ১২ জন বিজয়ীর হাতে পুরস্কার অর্পণ করা হয়। ২০২০ সালের ‘জাতীয় মহাসড়ক উৎকর্ষ পুরস্কার’ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ১৮ জানুয়ারি, ২০২১ তারিখে। এ বছর ২৮ জুন ‘উৎকর্ষ পুরস্কার’, ২০২১-এর বিজয়ী অংশীদার ও সংস্থাগুলিকে উৎকর্ষ পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করবেন শ্রী নীতিন গড়করি। আলোচ্য বছরটিতে যে যে বিষয়গুলিকে ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে – প্রকল্প ব্যবস্থাপনা, মহাসড়ক নিরাপত্তা, পরিচালন ও রক্ষণাবেক্ষণ, টোল ম্যানেজমেন্ট, উদ্ভাবন, দূষণমুক্ত মহাসড়ক, বিশেষ বিশেষ পরিস্থিতিতে চ্যালেঞ্জ গ্রহণের ক্ষেত্রে দক্ষতা ও সাফল্য, সেতু নির্মাণ ও টানেল নির্মাণ।


PG/SKD/DM



(Release ID: 1837901) Visitor Counter : 120