প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ২০ শেও ২১শে জুন কর্ণাটক সফর করবেন


প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে ২৭ হাজার কোটি টাকার বেশি রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন

বেঙ্গালুরু শহরতলি রেল প্রকল্প, বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট ও যশবন্তপুর জংশন রেল স্টেশনকে নবরূপে সজ্জিত করার প্রকল্প, বেঙ্গালুরু রিংরোড প্রকল্পের দুটি শাখা, বেশ কয়েকটি সড়ক প্রকল্পের মানোন্নয়ন ও মাল্টিমোডাল লজিস্টিক পার্কের শিলান্যাস করা হবে

প্রধানমন্ত্রী দেশের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত রেল স্টেশন, কোঙ্কন রেলের ১০০ শতাংশ বৈদ্যুতিকীকরণ প্রকল্প সহ অন্যান্য রেল প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন

প্রধানমন্ত্রী বেঙ্গালুরুর আইআইএসসি-তে বাগচি পার্থসারথী মাল্টি স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস এবং সেন্টার ফর ব্রেইন রিসার্চের উদ্বোধন করবেন

বেঙ্গালুরুর ডঃ বি আর আম্বেদকর স্কুল অফ ইকনমিকস (বিএএসই) বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী প্রায় ৪ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘ন্যাশন ১৫০’ টেকনোলজি হাব জাতির উদ্দেশে উৎসর্গ করবেন

প্রধানমন্ত্রী মাইশুরুতে নাগানহল্লি রেল স্টেশনে কোচ টার্মিনালের শিলান্যাস করবেন

মাইশুরুর এআইআইএসএইচ-এর সেন্টার অফ এক্সলেন্স ফর

प्रविष्टि तिथि: 19 JUN 2022 12:57PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ১৯  মে, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০শে ও ২১শে জুন কর্ণাটক সফর করবেন। ২০শে জুন বেলা ১২.৩০ মিনিটে শ্রি মোদী  ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সে সেন্টার ফর ব্রেইন রিসার্চের উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে তিনি বাগচি পার্থসারথী মাল্টি স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস করবেন। বেলা ১.৪৫ মিনিটে শ্রী মোদী বেঙ্গালুরুর ডঃ বি আর আম্বেদকর স্কুল অফ ইকোনমিকস (বিএএসই) বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং নতুন ক্যাম্পাস উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে তিনি ডঃ বি আর আম্বেদকরের একটি প্রতিকৃতির আবরণও উন্মোচন করবেন। শ্রী মোদী জাতির উদ্দেশে ১৫০টি টেকনোলজি হাব উৎসর্গ করবেন। কর্ণাটকে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট (আইটিআই)-এর সংস্কার করে এই হাবগুলি তৈরি করা হয়েছে। শ্রী মোদী ২.৪৫ মিনিটে বেঙ্গালুরুর কোম্মাঘাট্টায় ২৭ হাজার কোটি টাকার বেশি একগুচ্ছ রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিকেল ৫.৩০ মিনিটে তিনি মাইশুরুর মহারাজা কলেজ গ্রাউন্ডে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এখান থেকে নাগানাহল্লি রেল স্টেশনে কোচিং টার্মিনালের উদ্বোধন করবেন এবং অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ স্পীচ অ্যান্ড হিয়ারিং-এ সেন্টার অফ এক্সলেন্স ফর পারসন্স উইথ কমিউনিকেশন্স ডিসঅর্ডারস  জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এরপর শ্রী মোদী সন্ধ্যে ৭টায় মাইশুরুর শ্রী সুত্তর মঠে যাবেন।  ৪৫ মিনিট পর তিনি শ্রী চামুন্ডেশ্বরী মন্দির দর্শনে যাবেন।    

২১শে জুন অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে যোগাভ্যাসের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন।

দু’দিনের কর্ণাটক সফরে বেঙ্গালুরু ও মাইশুরু শহরে যে কর্মসূচিগুলিতে প্রধানমন্ত্রী যোগ দেবেন সে বিষয়ে বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুনঃ- https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1835254

 

PG/CB/NS


(रिलीज़ आईडी: 1835446) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Kannada , Malayalam