স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার ডায়ারিয়া নিয়ন্ত্রণ পক্ষ-২০২২ এর সূচনা করেছেন, যার উদ্দেশ্য শৈশবকালীন ডায়ারিয়ার কারণে শিশুমৃত্যুর হার শূন্যে নামানো
प्रविष्टि तिथि:
13 JUN 2022 6:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ জুন, ২০২২
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার আজ মণিপুরের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সপম রঞ্জন সিং এর উপস্থিতিতে ডায়ারিয়া নিয়ন্ত্রণ পক্ষ- ২০২২ এর আনুষ্ঠানিক সূচনা করেছেন। এই ধরনের কর্মসূচি ১৩ জুন থেকে ২৭ জুন, ২০২২ পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে রূপায়নের কাজ চলছে। এর উদ্দেশ্য হচ্ছে শৈশবকালীন ডায়ারিয়ার কারণে শিশুমৃত্যুর হার শূন্যে নামানো।
অনুষ্ঠানের সূচনায় কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের প্রশংসনীয় উদ্যোগে এস আর এস-২০১৯-এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে দেশে শিশু মৃত্যুর হার ২০১৪ সাল থেকে উল্লেখযোগ্যভাবে কমেছে। এই মৃত্যুর হার ২০১৪ সালে এক হাজার শিশুর মধ্যে ৪৫ জন থেকে কমে ২০১৯ সালে ৩৫-এ নেমে এসেছে। তথাপি আজও ডায়ারিয়া জনিত কারণে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যু প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।"
ডাঃ পাওয়ার গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন যে, " ডিহাইড্রেশন শিশুদের মধ্যে ডায়ারিয়ার সব চেয়ে বড় কারন এবং অন্যান্য কারণ গুলির মধ্যে রয়েছে স্তন্যপান কালে মায়ের খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য শিশুর খাদ্যের পরিবর্তন। আবার শিশুর স্তন্যপানের সময় মায়ের প্রয়োজনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার অথবা যেকোনো ধরনের ব্যাকটেরিয়া বা পরজীবী জনিত সংক্রমণ।"
রোগ প্রতিরোধ এবং প্রশমনের ওপর গুরুত্ব আরোপ করে ডাঃ পাওয়ার বলেন, " মন্ত্রকের দ্বারা পরিচালিত সাম্প্রতিক সমীক্ষা অনুসারে ডায়ারিয়ায় আক্রান্ত পাঁচ বছরের কম বয়সী ৬০.৬ শতাংশ শিশুকে ওআরএস দেওয়া হয়েছিল এবং মাত্র ৩০.৫ শতাংশ শিশু কে জিঙ্ক দেওয়া হয়েছিল। ডায়ারিয়াজনিত কারণে শিশুমৃত্যুর হার ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার জন্য সচেতনতা মূলক প্রচার অভিযানের প্রতি তিনি গুরুত্বারোপ করেন।
কেন্দ্রীয় সরকার ডায়ারিয়াজনিত কারণে শিশু মৃত্যুর সংখ্যা শূন্যে নামিয়ে নিয়ে আসার লক্ষ্যে ২০১৪ সাল থেকে নিবিড় ডায়রিয়া নিয়ন্ত্রণ পক্ষের আয়োজন করে চলেছে। এই পক্ষ বিশেষ করে গ্রীষ্ম এবং বর্ষাকালে আয়োজন করা হয়। যাতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়। এজন্য জনসচেতনতায় তৈরি করা অত্যন্ত প্রয়োজনীয় বলে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
CG/ SB
(रिलीज़ आईडी: 1833932)
आगंतुक पटल : 235