কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং আগামীকাল জাতীয় ই-গভর্ন্যান্স পরিষেবা দান মূল্যায়ন ২০২১-এর প্রতিবেদন প্রকাশ করবেন

Posted On: 12 JUN 2022 1:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ জুন, ২০২২
 
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, ভূবিজ্ঞান, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণ অভিযোগ ও পেনশন, কর্মীবর্গ, আণবিক শক্তি এবং মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং আগামীকাল (১৩ই জুন) জাতীয় ই-গভর্ন্যান্স পরিষেবা দান মূল্যায়ন (এনইএসডিএ) ২০২১-এর দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রকাশ করবেন। রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মূল্যায়নকে আওতায় নিয়ে এসে এনইএসডিএ ২০২১ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। নাগরিকদের অনলাইন পরিষেবা দানের ক্ষেত্রে তাদের কার্যকারিতা বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রকগুলির উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। এই প্রতিবেদন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে তাদের ই-গভর্ন্যান্স পরিষেবা দানের ব্যবস্থাকে আরও উন্নত করতে সাহায্য করবে। 
 
২০১৯ সালে প্রশাসনিক সংস্কার ও গণ অভিযোগ বিভাগ (ডিএআরপিজি) এনইএসডিএ গঠন করেছিল। ই-গভর্নমেন্টের প্রয়াস বাড়াতে এবং ডিজিটাল গভর্নমেন্টের উৎকর্ষতাকে এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ নেওয়া হয়। দ্বিবার্ষিক এই প্রতিবেদনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ই-গভর্ন্যান্স পরিষেবার মূল্যায়ন এবং এই পরিষেবা দানের ক্ষেত্রে কার্যকারিতা বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রকগুলির উপর নজর দেওয়া হয়েছে। এনইএসডিএ সংশ্লিষ্ট সরকারকে তাদের নাগরিক কেন্দ্রিক পরিষেবা দানের উন্নতিতে সাহায্য করে থাকে। ডিএআরপিজি ২০২১ সালের জানুয়ারিতে এনইএসডিএ-এর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করে। গত বছর মার্চ থেকে মে পর্যন্ত একাধিক কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বারংবার পরামর্শমূলক কর্মশালা আয়োজনের পরে এনইএসডিএ ২০২১-এর পরিকাঠামো চূড়ান্ত করা হয়। সম্পূর্ণ মূল্যায়ন প্রক্রিয়া অনলাইনে পরিচালনা করতে গত বছর জুন মাসে আনুষ্ঠানেকভাবে এনইএসডিএ ২০২১ পোর্টালের সূচনা করা হয়। চলতি বছরের মে পর্যন্ত প্রায় এক বছর ধরে তথ্য সংগ্রহ, ঝাড়াই-বাছাই এবং বিশ্লেষণ প্রক্রিয়া চলে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে নিয়মিত পর্যালোচনা বৈঠকও অনুষ্ঠিত হয়। এনইএসডিএ ২০২১-এর কাজ সফলভাবে সম্পন্ন করতে ডিএআরপিজি-কে ন্যাসকম ও কেপিএমজি-র একটি দল, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ৩৬ জন নোডাল আধিকারিক এবং কেন্দ্রীয় মন্ত্রকের ১৫ জন নোডাল আধিকারিক একত্রিত হয়ে সাহায্য চালায়। এই প্রতিবেদন চূড়ান্ত করার জন্য সারা দেশ থেকে ১ লক্ষেরও বেশি মতামত এসেছিল। সেগুলিকেও পর্যালোচনা করা হয়। ডিএআরপিজি আগামী বছরে পরবর্তী এনইএসডিএ-র কাজ পরিচালনা করবে। 
 
CG/SS/SKD/

(Release ID: 1833371) Visitor Counter : 215