স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৯৫ কোটি ৭ লক্ষ ছাড়িয়েছে

১২ থেকে ১৪ বছর বয়সীদের ৩ কোটি ৫১ লক্ষের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৪৪ হাজার ৫১৩
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৮২
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৬৮ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ২.০২ শতাংশ

Posted On: 12 JUN 2022 10:02AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জুন, ২০২২


দেশে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৯৫ কোটি ৭ লক্ষ ৮ হাজার ৫৪১ ছাড়িয়েছে১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ৩ কোটি ৫১ লক্ষ ২৫ হাজার ৪৭৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে। একই ভাবে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া গত ১০ই এপ্রিল থেকে শুরু হয়েছে।

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০৭,৬২৯

দ্বিতীয় ডোজ

,০০,৪৭,৮৪৯

প্রিকশন ডোজ

৫৩,৯৪,৫৯৯

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৪,২০,৫৩০

দ্বিতীয় ডোজ

,৭৫,৯৭,৩৮৭

প্রিকশন ডোজ

৯১,৭৫,৭৭৬

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

,৫১,২৫,৪৭৫

দ্বিতীয় ডোজ

,৯৩,৯৩,২০০

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৯৮,৫০,১৭৮

দ্বিতীয় ডোজ

,৬৯,৫৪,৬১২

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,৭৫,৭৪,৫৯৪

দ্বিতীয় ডোজ

৪৯,৪৫,৩৪,৬৫৩

প্রিকশন ডোজ

১৫,০২,৫৭০

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,৩৩,২০,৯৩৫

দ্বিতীয় ডোজ

১৯,১৮,৪৩,৯৩২

প্রিকশন ডোজ

১৮,০৫,৮০৫

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৭১,৫০,৫০৩

দ্বিতীয় ডোজ

১১,৯৭,১৮,৭৪২

প্রিকশন ডোজ

,০৮,৮৯,৫৭২

প্রিকশন ডোজ

,৮৭,৬৮,৩২২

মোট

,৯৫,০৭,০৮,৫৪১

দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৪৪ হাজার ৫১৩, যা মোট আক্রান্তের ০.১০ শতাংশ।

একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজর ৪৩৫ জন এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৬ লক্ষ ৫২ হাজার ৭৪৩

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৮২

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ১৬ হাজার ১৭৯টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৮৫ কোটি ৪৮ লক্ষ ৫৯ হাজার ৪৬১

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ২.০২ শতাংশ এবং দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৭১ শতাংশ।

 

CG/BD/AS/



(Release ID: 1833347) Visitor Counter : 136