প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ভিয়েতনাম সফরের শেষ দিনে সেদেশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করেছেন

Posted On: 10 JUN 2022 11:24AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ জুন, ২০২২
 
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ১০ই জুন থেকে তিন দিনের ভিয়েতনাম সফরে রয়েছেন। এই সফরের শেষ দিনে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করেন। ভিয়েতনাম সফররত শ্রী রাজনাথ সিং শেষ দিনে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে নাহা ট্রাং – এ এয়ারফোর্স অফিসার্স ট্রেনিং স্কুল পরিদর্শন করেছেন। এই ট্রেনিং স্কুলে ভাষা ও তথ্য প্রযুক্তি পরীক্ষাগার প্রতিষ্ঠার জন্য ভারত সরকারের পক্ষ থেকে তিনি ১ মিলিয়ন ডলার উপহার হস্তান্তর করেন। আশা করা যাচ্ছে, এই পরীক্ষাগারটি ভিয়েতনামের বিমান প্রতিরক্ষা ও বিমান বাহিনীর কর্মীদের ভাষা ও তথ্য প্রযুক্তি দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে। 
 
এরপর, তিনি নাহা ট্রাং – এর টেলিকম্যুনিকেশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে ভারত সরকারের ৫ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্যে একটি আর্মি সফটওয়্যার পার্ক গড়ে তোলা হচ্ছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভিয়েতনাম সফরের সময় এই অনুদানের কথা ঘোষণা করা হয়েছিল।
 
ভিয়েতনাম সফরে প্রতিরক্ষা মন্ত্রী সেদেশের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পাশাপাশি, ভিয়েতনামের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রী সিং। এ বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1831981
 
গতকাল তিনি হাইফং – এর হং হা শিপইয়ার্ড পরিদর্শনের সময় ভিয়েতনামকে উচ্চ গতির নজরদারি বোট হস্তান্তর করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832495
 
CG/SS/SB


(Release ID: 1833157) Visitor Counter : 162