প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ভিয়েতনাম সফরের শেষ দিনে সেদেশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করেছেন
Posted On:
10 JUN 2022 11:24AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ জুন, ২০২২
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ১০ই জুন থেকে তিন দিনের ভিয়েতনাম সফরে রয়েছেন। এই সফরের শেষ দিনে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করেন। ভিয়েতনাম সফররত শ্রী রাজনাথ সিং শেষ দিনে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে নাহা ট্রাং – এ এয়ারফোর্স অফিসার্স ট্রেনিং স্কুল পরিদর্শন করেছেন। এই ট্রেনিং স্কুলে ভাষা ও তথ্য প্রযুক্তি পরীক্ষাগার প্রতিষ্ঠার জন্য ভারত সরকারের পক্ষ থেকে তিনি ১ মিলিয়ন ডলার উপহার হস্তান্তর করেন। আশা করা যাচ্ছে, এই পরীক্ষাগারটি ভিয়েতনামের বিমান প্রতিরক্ষা ও বিমান বাহিনীর কর্মীদের ভাষা ও তথ্য প্রযুক্তি দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে।
এরপর, তিনি নাহা ট্রাং – এর টেলিকম্যুনিকেশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে ভারত সরকারের ৫ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্যে একটি আর্মি সফটওয়্যার পার্ক গড়ে তোলা হচ্ছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভিয়েতনাম সফরের সময় এই অনুদানের কথা ঘোষণা করা হয়েছিল।
CG/SS/SB
(Release ID: 1833157)
Visitor Counter : 187