স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে ক্রমবর্ধমান ভাবে এ পর্যন্ত ১৯৪.৫৯ কোটিরও বেশি করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে
১২-১৪ বছর বয়সীদের ৩.৪৭ কোটির বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে
ভারতে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩২,৪৯৮
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৪০
আরোগ্যের হার বর্তমানে হয়েছে ৯৮.৭১ শতাংশ
সাপ্তাহিক ভাবে আক্রান্তের হার বর্তমানে রয়েছে ১.৩১ শতাংশ
Posted On:
09 JUN 2022 9:10AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ জুন, ২০২২
সারাদেশে এ পর্যন্ত ১৯৪.৫৯ কোটির বেশি মানুষকে করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত সামগ্রিকভাবে ১৯৪ কোটি ৫৯ লক্ষ ৮১ হাজার ৬৯১ জনকে টিকা প্রদান করা হয়েছে। মোট ২,৪৮,৮৭,০৪৭ টি সেশনের মাধ্যমে এই টিকা প্রদান করা হয়েছে।
ভারতে ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য টিকাকরণ অভিযান শুরু হয়েছে ২০২২ সালের ১৬ মার্চ থেকে। এ পর্যন্ত মোট ৩,৪৭,৯৮,৭৫৮ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর পাশাপাশি ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য প্রিকসান ডোজ শুরু হয়েছে ২০২২ সালের ১০ এপ্রিল থেকে।
এদিকে আজ সকাল ৭ টা পর্যন্ত পাওয়া রিপোর্টে জানা গেছে-
ভারতে এ পর্যন্ত ১ কোটি ০৪ লক্ষ ০৭ হাজার ৪৫৭ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ১ কোটি ০০ লক্ষ ৪৫ হাজার ৭৬১ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
প্রিকসান ডোজ পেয়েছেন ৫৩ লক্ষ ৪৮ হাজার ৭৭৮।
অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৮৪ লক্ষ ২০ হাজার ১৭৪ জন কর্মী প্রথম ডোজ এবং ১ কোটি ৭৫ লক্ষ ৯৩ হাজার ২৫৭ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
প্রিকসান ডোজ পেয়েছেন ছেন ৯০ লক্ষ, ৫৩ হাজার ৩০৯ জন।
আবার ১২ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি, ৪৭ লক্ষ, ৯৮ হাজার ৭৫৮ জন।
দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি, ৮৫ লক্ষ, ৯৪ হাজার ৮০৩ জন।
অন্যদিকে, ১৫-১৮ বছর বয়সী প্রথম ডোজ পেয়েছেন ৫ কোটি ৯৭ লক্ষ ২৫ হাজার ৬০১ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৬৫ লক্ষ ৯২ হাজার ৮৫৬ জন।
একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ৫৫ কোটি ৭৪ লক্ষ ৫৫ হাজার ৩৫০ জন প্রথম ডোজ এবং ৪৯ কোটি ৩১ লক্ষ ৪৫ হাজার ৪৮১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
প্রিকসান ডোজ পেয়েছেন ১২ লক্ষ, ৭৮ হাজার ৬৬২ জন।
অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ২০ কোটি ৩৩ লক্ষ ০২ হাজার ১১৫ জন প্রথম ডোজ এবং ১৯ কোটি ১৫ লক্ষ ৩৭ হাজার ৩২১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
প্রিকসান ডোজ পেয়েছেন
১৬ লক্ষ ৬৮ হাজার ৮২২ জন।
এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ১২ কোটি ৭১ লক্ষ ৩২ হাজার ৩১৫ জন প্রথম ডোজ পেয়েছেন।
দ্বিতীয় ডোজ পেয়েছেন ১১ কোটি ৯৫ লক্ষ ০৩ হাজার ৭২৪ জন।
প্রিকসান ডোজ পেয়েছেন ২ কোটি ০৩ লক্ষ ৭৭ হাজার ১৪৭ জন।
মোট প্রিকসান ডোজ পেয়েছেন ৩ কোটি ৭৭ লক্ষ ২৬ হাজার ৭১৮।
অন্যদিকে, মোট ১৯৪ কোটি ৫৯ লক্ষ ৮১ হাজার ৬৯১ জন টিকার ডোজ পেয়েছেন।
ভারতের সুস্পষ্টভাবে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩২ হাজার ৪৯৮। যা মোট আক্রান্তের ০.০৮ শতাংশ।
করোনা প্রতিষেধক টিকা দান অভিযান নতুন পর্যায়ে সর্বজনীনভাবে ২১ জুন, ২০২১ থেকে শুরু হয়েছে।
গত ২৪ ঘন্টায় সারাদেশে মোট ৩ হাজার ৫৯১ জন রোগী আরোগ্য লাভ করেছেন। আরোগ্যের হার বর্তমানে ৯৮.৭১ শতাংশ।
করোনা জনিত অতিমারির শুরু থেকে এ পর্যন্ত ৪ কোটি, ২৬ লক্ষ, ৪০ হাজার ৩০১ জন আরোগ্য লাভ করেছেন।
দেশে গত ২৪ ঘন্টায় ৭ হাজার ২৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় দেশে মোট ৩ লক্ষ ৪০ হাজার ৬১৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া সারাদেশে এ পর্যন্ত ৮৫ কোটি ৩৮ লক্ষ (৮৫ কোটি ৩৮ লক্ষ ৬৩ হাজার ২৩৮) নমুনা পরীক্ষা হয়েছে।
বর্তমানে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ১.৩১ শতাংশ। অন্যদিকে, দৈনিক ভিত্তিতে এই আক্রান্তের হার ২.১৩ শতাংশে রয়েছে।
CG/ SB
(Release ID: 1832629)
Visitor Counter : 139