শিল্পওবাণিজ্যমন্ত্রক

আগামীদিনে সারা বিশ্ব প্রধানমন্ত্রী গতিশক্তির পথ অনুসরণ করবে : শ্রী পীযূষ গোয়েল

Posted On: 07 JUN 2022 11:38AM by PIB Kolkata
নয়াদিল্লী,  ০৭ জুন, ২০২২
 
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য, উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্রমন্ত্রী শ্রী পীযুষ গোয়েল বলেছেন, আগামীদিনে সারা বিশ্ব পিএম গতিশক্তির পথ অনুসরণ করবে। মন্ত্রী বলেন, পিএম গতিশক্তি ভবিষ্যতে কাজের ধারায় আমূল পরিবর্তন আনবে। তিনি আগ্রহী শিল্পোদ্যোগীদের সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধাকে কাজে লাগানোর পরামর্শ দেন। শ্রী গোয়েল আজ কোচিতে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনআইসিডিসি) আয়োজিত শিল্পোদ্যোগীদের গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছিলেন। 
 
মন্ত্রী কেরালার প্রাকৃতিক সুবিধাগুলিকে কাজে লাগিয়ে শিল্পোদ্যোগীদের বিনিয়োগে আহ্বান জানান। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য কেন্দ্রীয় সরকার সর্বদা সচেষ্ট। প্রধানমন্ত্রীর এই বিষয়ে স্পষ্ট দৃষ্টিভঙ্গী রয়েছে। শ্রী গোয়েল মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে সুপ্রশাসনের বিষয়ে আলোচনা করেন। 
 
অনুষ্ঠানে কেরালার শিল্পমন্ত্রী শ্রী পি রাজেশ বলেছেন, তাঁরা চান বছরে ১ লক্ষ শিল্প স্থাপিত হোক। বেঙ্গালুরু-কোচী শিল্প করিডরকে তিরুভানান্থাপুরম পর্যন্ত সম্প্রসারিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তিনি শ্রী গোয়েলকে অনুরোধ জানান। অনুষ্ঠানে শিল্পোৎসাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের যুগ্ম সচিব শ্রী রাজেন্দ্র রত্ন, কেআইএনএফআরএ-এর ম্যানেজিং ডিরেক্টর সন্তোষ কোশি টমাস, কেরালার প্রিন্সিপ্যাল সেক্রেটারি সুমন বিল্লা, এনআইসিবিসি-এর ভাইস প্রেসিডেন্ট অভিষেক চৌধুরি উপস্থিত ছিলেন। 
 
 
CG/CB/NS


(Release ID: 1831854) Visitor Counter : 109