স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৯৪ কোটি ৯ লক্ষ ছাড়িয়েছে
১২-১৪ বছর বয়সীদের ৩ কোটি ৪৪ লক্ষের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২৪ হাজার ৫২ দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৭০ জন জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৩ শতাংশ সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৮৪ শতাংশ
Posted On:
05 JUN 2022 9:25AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ জুন, ২০২২
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৯৪ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ১৫৭ ছাড়িয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ই মার্চ শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের কোভিড-১৯ টিকার ৩ কোটি ৪৪ লক্ষ ২৩ হাজার ৪৪৩টি প্রথম ডোজ দেওয়া হয়েছে। একইভাবে, ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ টিকার প্রিকশন ডোজ দেওয়া শুরু হয় গত ১০ই এপ্রিল। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ :
স্বাস্থ্য কর্মী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১,০৪,০৭,২৬০
১,০০,৪৩,৪৪৫
৫২,৯৭,৬০৩
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১,৮৪,১৯,৭৭২
১,৭৫,৮৯,৭৩০
৮৯,১৮,৬৫০
|
১২-১৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৩,৪৪,২৩,৪৪৩
১,৭৬,৪৩,৬২৮
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৫,৯৬,০৩,৯৮৩
৪,৬২,০৯,০৯৫
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
৫৫,৭৩,২৮,৬০৫
৪৯,১৭,৫৭,৮০৯
১০,৯৫,০৪৫
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
২০,৩২,৮১,৬৩৩
১৯,১২,৩৪,৭৪৫
১৫,৪২,০৭৩
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১২,৭১,১৪,৮৬৬
১১,৯২,৯৬,১৪৯
১,৯৭,৩৮,৬২৩
|
|
প্রিকশন ডোজ
|
৩,৬৫,৯১,৯৯৪
|
|
মোট
|
১,৯৪,০৯,৪৬,১৫৭
|
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২৪ হাজার ৫২, যা মোট আক্রান্তের ০.০৬ শতাংশ।
একইভাবে, জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬১৯ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২৬ লক্ষ ২৮ হাজার ৭৩।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৭০ জন।
দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ১৩ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৮৫ কোটি ২৬ লক্ষ ২৩ হাজার ৪৮৭।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে বর্তমানে ০.৮৪ শতাংশ। একইভাবে, দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.০৩ শতাংশ।
CG/BD/DM/
(Release ID: 1831373)
|