স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির আওতায় মোট টিকাদান ১৯২.৮২ কোটি ডোজ ছাড়িয়ে গেছে


১২-১৪ বছর বয়সসীমায় ৩ কোটি ৩৩ লক্ষেরও বেশি প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে

দেশে এখন চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হয়েছে ১৫ হাজার ৪১৪

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬২৮ জন

বর্তমানে আরোগ্যের হার ৯৮.৭৫ শতাংশ

সাপ্তাহিক সংক্রমণের হার ০.৫১ শতাংশ

Posted On: 26 MAY 2022 10:10AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ মে, ২০২২

 

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া অন্তর্বর্তী প্রতিবেদন অনুসারে দেশে কোভিড টিকাকরণ কর্মসূচির আওতায় মোট ১৯.৮২ কোটিরও বেশি (,,৮২,০৩,৫৫৫) ডোজ টিকা দেওয়া হয়েছে। এজন্য ২,৪৩,৫৬,৫৯১টি সেশন লেগেছে।

১২-১৪ বছর বয়সসীদের কোভিড টিকাকরণ শুরু হয়েছে ১৬ই মার্চ ২০২২ তারিখ থেকে। এপর্যন্ত এই বয়সীমায় ৩ কোটি ৩৩ লক্ষেরও বেশি (,৩৩,০২,৫৩) প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। ১৮-৫৯ বছর বয়সীদের সতর্কতামূলক ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে ১০ই এপ্রিল, ২০২২ থেকে।

টিকাকরণের বিশদ বিবরণ নীচে দেওয়া হল -

মোট টিকার ডোজ

স্বাস্থ্যকর্মী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

,০৪,০৬,৭২০

 

,০০,৩৬,৯৭০

 

,৬৪,৩৯৫

 

প্রথমসারির করোনা যোদ্ধা

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

,,,৬১৩

 

,৭৫,৭৮,৬৮৪

 

,৩৫,০৮২

 

- বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

,৩৩,০২,৫৩

 

,৫১,২৬,১৭১

১৫-১৮ বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয় ডোজ

,৯৩,০২,৬৯৬

 

,৫২,০৬,৭৮২

১৮-৪৪ বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

৫৫,৬৯,৮৪,৩৭৫

 

৪৮,,,৬২৮

 

,৮৮,৬১১

৪৫-৫৯ বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

২০,,১৯,৬১৫

 

,,০৭,৬৯১

 

১২,৬৮,৯৫৮

ষাটোর্ধ্ব

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

১২,৭০,৬৯,৫৯৯

 

১১,,০১,৭৭৪

 

,৮০,৭১,৫৩৮

 

 

সতর্কতামূলক ডোজ

,৩৭,,৫৮৪

 

মোট

 

,৯১,৮২,০৩,৫৫৫

দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ হাজার ৪১৪মোট আক্রান্তের ০.০৪ শতাংশ উপসর্গযুক্ত।

দেশে বর্তমানে আরোগ্যের হার ৯৮. শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন হাজার ১৬৭ জন। এই নিয়ে এপর্যন্ত মোট ৪,,০৪,৮১ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন।

২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬২৮ জন।

২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৫২ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে এপর্যন্ত মোট ৮৪.৮৪ কোটিরও বেশি (৮৪,৮৪,,৩৫৬) নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ০.৫১ শতাংশ, দৈনিক সংক্রমণের হার ০. শতাংশ

 

CG/SD/SKD/


(Release ID: 1828615) Visitor Counter : 150