স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৯২ কোটি ৬৭ লক্ষ ছাড়িয়েছে


১২-১৪ বছর বয়সীদের ৩ কোটি ৩১ লক্ষের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৪ হাজার ৯৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১২৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৫ শতাংশ

সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৪৯ শতাংশ

Posted On: 25 MAY 2022 10:15AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৫ মে, ২০২২


ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৯২ কোটি ৬৭ লক্ষ ৪৪ হাজার ৭৬৯ ছাড়িয়েছে। ১২-১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬-ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী ছেলেমেয়েদের ৩ কোটি ৩১ লক্ষ ৭০ হাজার ১২০টি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। একইভাবে ১৮-৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ টিকার প্রিকশন ডোজ দেওয়া শুরু হয় গত ১০-ই এপ্রিল থেকে।

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ-

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০৬,৬৫৪

দ্বিতীয় ডোজ

,০০,৩৬,০৫৯

প্রিকশন ডোজ

৫১,৫১,১৫৪

অগ্রভাগে থাকা স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

১৮,৮৪,১৮,৫১৫

দ্বিতীয় ডোজ

,৭৫,৭৭,২৭০

প্রিকশন ডোজ

৮৫,০৩,২৮৯

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

,৩১,৭০,১২০

দ্বিতীয় ডোজ

,৪৮,১১,৮৯৯

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৯২,৬৪,৫১৬

দ্বিতীয় ডোজ

,৫০,৯৩,৯৪৮

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,৬৯,৪৬,১৩৯

দ্বিতীয় ডোজ

৪৮,৮১,৩১,৯৩২

প্রিকশন ডোজ

,৫৮,৪০৭

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,৩২,১২,১৬২

দ্বিতীয় ডোজ

১৯,০৪,১৮,৯৬৩

প্রিকশন ডোজ

১২,৪১,৮০০

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৭০,৬৪,৩০০

দ্বিতীয় ডোজ

১১,৮৭,৩৬,৬৭৬

প্রিকশন ডোজ

,৭৯,০০,৯৬৬

প্রিকশন ডোজ

,৩৪,৫৫,৬১৬

মোট

,৯২,৬৭,৪৪,৭৬৯

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৪ হাজার ৯৭১ যা মোট আক্রান্তের ০.০৩ শতাংশ।

জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭৭ জন। এরফলে মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ২৬ লক্ষ ২ হাজার ৭১৪।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২৪ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৫৮ হাজার ৯২৪টি কোভিড-১৯ নমুনা পরীক্ষা হয়েছে। এরফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৮৪ কোটি ৭৯ লক্ষ ৫৮ হাজার ৭৭৬।

সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৪৯ শতাংশ এবং দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৪৬ শতাংশ।

 

CG/SS/NS



(Release ID: 1828283) Visitor Counter : 115