স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৯২ কোটি ১২ লক্ষ ছাড়িয়েছে

১২ থেকে ১৪ বছর বয়সীদের ৩ কোটি ২৬ লক্ষের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৪ হাজার ৯৯৬
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩২৩
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৫ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৫১ শতাংশ

Posted On: 21 MAY 2022 9:45AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ মে, ২০২২


দেশে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৯২ কোটি ১২ লক্ষ ৯৬ হাজার ৭২০ ছাড়িয়েছে১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ৩ কোটি ২৬ লক্ষ ৭৭ হাজার ৮১৭টি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। একই ভাবে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া গত ১০ই এপ্রিল থেকে শুরু হয়েছে।

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০৬,৪২১

দ্বিতীয় ডোজ

,০০,৩৩,৫৩১

প্রিকশন ডোজ

৫০,৯১,৯৮৭

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৪,১৮,১০৬

দ্বিতীয় ডোজ

,৭৫,৭২,৩১৮

প্রিকশন ডোজ

৮৩,৩৯,০৪৯

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

,২৬,৭৭,৮১৭

দ্বিতীয় ডোজ

,৩৭,১২,১০৪

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৯১,৫১,২২৯

দ্বিতীয় ডোজ

,৪৬,৭২,৩৯০

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,৬৮,০৭,৮৮৯

দ্বিতীয় ডোজ

৪৮,৬৭,৬৮,৭১৫

প্রিকশন ডোজ

,৪১,৩০১

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,৩১,৮৭,৩১২

দ্বিতীয় ডোজ

১৯,০১,০৮,০৯৬

প্রিকশন ডোজ

১১,৩৮,৪৩৭

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৭০,৪৬,২৬৯

দ্বিতীয় ডোজ

১১,৮৫,২৫,৭২৮

প্রিকশন ডোজ

,৭০,৯৮,০২১

প্রিকশন ডোজ

,২২,০৮,৭৯৫

মোট

,৯২,১২,৯৬,৭২০

দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৪ হাজার ৯৯৬, যা মোট আক্রান্তের ০.০৩ শতাংশ।

একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজর ৩৪৬ জন এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৯৪ হাজার ৮০১

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩২৩

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৯৯ হাজার ৩৮২টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৮৪ কোটি ৬৩ লক্ষ ৫৪ হাজার ৭৩৩

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৫১ শতাংশ এবং দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৪৭ শতাংশ।

 

CG/BD/AS/


(Release ID: 1827257)