বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্র কাঁচা পাটের মূল্যের নির্ধারিত উর্ধ্বসীমা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, ২০২২-এর ২০-শে মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে


উর্ধ্বসীমা প্রত্যাহারের ফলে কৃষক, জুট মিল এবং পাটের সঙ্গে যুক্ত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প লাভবান হবে

দাম কমার প্রবণতার ফলে পাটজাত সামগ্রী রপ্তানীতে সুবিধা হবে, পাট শিল্পের আর্থিক লেনদেনের প্রায় ৩০% রপ্তানী বাণিজ্যের উপর নির্ভরশীল

Posted On: 19 MAY 2022 6:08PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ১৯ মে২০২২

 

কেন্দ্রীয় সরকার পরিস্থিতি পর্যালোচনা করে কাঁচাপাট বিক্রির ক্ষেত্রে কুইন্টাল প্রতি ৬ হাজার ৫০০ টাকার যে সর্বোচ্চ মূল্যমান নির্ধারণ করেছিলতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। টিডি৫ গুণমান সম্পন্ন কাঁচাপাটের এই মূল্য ২০২১এর ৩০শে সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। জুট মিল এবং অন্যান্য সংস্থাগুলি এতদিন এই হারে কাঁচাপাট কিনত। 

জুট কমিশনারের দপ্তর সংগঠিত ও অসংগঠিত সূত্র মারফত কাঁচাপাটের দাম  সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করেছে। দেখা গেছে পাটের বর্তমান দাম নির্ধারিত দামের কাছাকাছি। যেহেতু কাঁচাপাটের দাম ৬ হাজার ৫০০ টাকার আশেপাশে রয়েছে তাই কেন্দ্রীয় সরকার এর সর্বোচ্চ দাম প্রত্যাহার  সংক্রান্ত একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ২০২২ এর ২০শে মে অর্থাৎ আগামীকাল থেকে কার্যকর হবে। 

পাটের ওপর এই মূল্য নিয়ন্ত্রণ বিধি প্রত্যাহারের ফলে কৃষকমিল এবং জুট সংক্রান্ত অতিক্ষুদ্রক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাগুলি উপকৃত হবে। প্রায় ৭ লক্ষের বেশি মানুষ পাটের ব্যবসার ওপর নির্ভরশীল। এঁরা ছাড়াও ৪০ লক্ষ পাটচাষি সরকারের সিদ্ধান্তে উপকৃত হবেন। দাম কমার প্রবণতার ফলে পাটজাত সামগ্রী রপ্তানীতে সুবিধা হবে,  পাট শিল্পের আর্থিক লেনদেনের প্রায় ৩০% রপ্তানী বাণিজ্যের উপর নির্ভরশীল  ।

 

CG/CB/NS


(Release ID: 1826726) Visitor Counter : 187