বিদ্যুৎমন্ত্রক

কয়লার মজুত বাড়াতে বিদ্যুৎ সংস্থাগুলিকে অবিলম্বে পদক্ষপ গ্রহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন শ্রী আর. কে. সিং

Posted On: 18 MAY 2022 2:29PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৮  মে, ২০২২

 

কেন্দ্রীয় বিদ্যুৎ ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী শ্রী আর. কে. সিং বর্ষার মরশুমে নিজেদের চাহিদা মেটাতে মিশ্রণের জন্য বিদ্যুৎ সংস্থাগুলিকে কয়লা আমদানি করতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণে রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন। পশ্চিমবঙ্গ সহ হরিয়ানা, উত্তরপ্রদেশ ও কর্ণাটককে পাঠানো পৃথক পৃথক চিঠিতে মন্ত্রী এখনও পর্যন্ত কয়লা আমদানির বরাত প্রক্রিয়া শুরু না করা বা এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। 

এর আগে বিদ্যুৎ মন্ত্রক মিশ্রণের জন্য রাজ্য বিদ্যুৎ সংস্থাগুলিকে মোট চাহিদার ১০ শতাংশ কয়লা আমদানির পরামর্শ দেয়। সেই অনুয়ায়ী রাজ্যগুলিকে ৩১-শে মার্চের মধ্যে বরাত দেওয়ার পরামর্শ দেওয়া হয়। মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে কয়লা আমদানির জন্য দ্রুত বরাত দেওয়ার উদ্দেশ্য ছিল আগামী ৩০শে জুনের মধ্যে মোট আমদানির অন্তত ৫০ শতাংশ, ৩১-শে আগস্টের মধ্যে অন্তত ৪০ শতাংশ এবং আগামী ৩১-শে অক্টোবরের মধ্যে বাকি ১০ শতাংশ আমদানি নিশ্চিত করা। 

বিদ্যুৎ মন্ত্রী রাজ্য বিদ্যুৎ সংস্থাগুলিকে রেল তথা সড়ক পরিবহণ ব্যবস্থার মাধ্যমে প্রাপ্য কয়লার পুরোটাই সংগ্রহ করার কথা বলেন। বিদ্যুৎ সংস্থাগুলি যাতে পর্যাপ্ত কয়লার মজুত গড়ে তুলতে পারে সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। তিনি বলেন, যদি কোনো রাজ্যস্তরীয় বিদ্যুৎ সংস্থা রেল তথা সড়ক পরিবহণের মাধ্যমে যোগান দেওয়া কয়লা সংগ্রহ করতে না পারে তাহলে তা সেই সমস্ত রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলিকে সরবরাহ করা হবে, যাদের চাহিদা রয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে আসন্ন বর্ষার মরশুমে বিভিন্ন রাজ্যে কয়লার ঘাটতি দেখা দেবে এবং স্বাভাবিকভাবেই সেই রাজ্যগুলির বিদ্যুৎ সরবরাহে বিরুপ প্রভাব পড়বে। 

বিদ্যুতের চাহিদা ও ব্যবহার বৃদ্ধি পাওয়ার দরুণ কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে স্বাভাবিকভাবেই কয়লার চাহিদা বেড়েছে। তিনি জানান, দেশে উৎপাদিত কয়লার সদ্ব্যবহার মোট চাহিদার প্রায় ৮৮ শতাংশ। আসন্ন বর্ষার মরশুমের গোড়াতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে কয়লা মজুত করার ন্যূনতম চাহিদা মেটাতে রাজ্য তাপবিদ্যুৎ উৎপাদক সংস্থাগুলিতে কয়লার পর্যাপ্ত মজুত বজায় রাখতে সম্পদের পূর্ণ সদ্ব্যবহারে নির্দেশ দেওয়া হয়েছে। 

 

CG/BD/NS



(Release ID: 1826607) Visitor Counter : 133