স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৯১ কোটি ৬৫ লক্ষ ছাড়িয়েছে


১২-১৪ বছর বয়সীদের ৩ কোটি ২১ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

ভারতে বর্তমানে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ১৫ হাজার ৬৪৭

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮২৯

জাতীয় স্তরে আরোগ্যের হার বর্তমানে ৯৮.৭৫ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৫৭ শতাংশ

Posted On: 18 MAY 2022 9:41AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ মে, ২০২২


ভারতে এ পর্যন্ত ১,৯১,৬৫,০০,৭৭০টি টিকার ডোজ দেওয়া হয়েছে। ১৬ই মার্চ থেকে ১২-১৪ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ৩,২১,০৪,৯৮৪ জন নাবালক-নাবালিকা টিকার প্রথম ডোজ পেয়েছে। ১৮-৫৯ বছর বয়সীদের মধ্যে ১০ই এপ্রিল থেকে সতর্কতামূলক টিকার ডোজ দেওয়া শুরু হয়েছে।

স্বাস্থ্য কর্মীদের মধ্যে ১,০৪,০৬,২৪৫ জন টিকার প্রথম ডোজ, ১,০০,৩০,৯১৪ জন টিকার দ্বিতীয় ডোজ এবং ৫০,৫১,৫৪৫ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৪,১৭,৮১৪ জন প্রথম ডোজ, ১,৭৫,৬৭,৭৩১ জন দ্বিতীয় ডোজ এবং ৮২,৪০,৯২৭ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। ১২-১৪ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৩,২১,০৪,৯৮৪ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ১,২৬,৯৫,০০৫ জন। ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৫,৯০,৪৩,২৪০ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪,৪২,৫৮,৮০০ জন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫৫,৬৬,৭৩,৬৩৮ জন; দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৮,৫৫,৩৪,৫৭৬ জন এবং সতর্কতামূলক ডোজ পেয়েছেন ৪,৬৭,৬০৫ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২০,৩১,৫৮,৩০২ জন; দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৮,৯৮,১৪,৪৪৮ জন এবং সতর্কতামূলক ডোজ পেয়েছেন ১০,৬০,৬০৩ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১২,৭০,২৬,০৪০ জন প্রথম ডোজ, ১১,৮৩,২৬,৪২৩ জন দ্বিতীয় ডোজ এবং ১,৬৬,২১,৯৩০ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। এ পর্যন্ত দেশে মোট ৩,১৪,৪২,৬১০টি সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে।

ভারতে কোভিড সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮২৯ জন। বর্তমানে ১৫ হাজার ৬৪৭ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ০.০৪ শতাংশ চিকিৎসাধীন।

জাতীয় আরোগ্য লাভের হার ৯৮.৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৪৯ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৮৭ হাজার ২৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশ জুড়ে নমুনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৪ লক্ষ ৩৪ হাজার ৯৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৮৪ কোটি ৪৯ লক্ষ ২৬ হাজার ৬০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ভারতে নমুনা পরীক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ০.৫৭ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হারও ০.৪২ শতাংশ।


CG/CB/SB


(Release ID: 1826297) Visitor Counter : 134