স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৯১ কোটি ৩৭ লক্ষ ছাড়িয়েছে

১২ থেকে ১৪ বছর বয়সীদের ৩ কোটি ১৭ লক্ষের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৭ হাজার ৩১৭
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ২০২
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৫৯ শতাংশ

Posted On: 16 MAY 2022 9:29AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ মে, ২০২২


দেশে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৯১ কোটি ৩৭ লক্ষ ৩৪ হাজার ৩১৪ ছাড়িয়েছে১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ৩ কোটি ১৭ লক্ষ ৮৯ হাজার ৭৯৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে। একই ভাবে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া গত ১০ই এপ্রিল থেকে শুরু হয়েছে।

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০৬,১৪৭

দ্বিতীয় ডোজ

,০০,২৯,৭৪৬

প্রিকশন ডোজ

৫০,২৭,১১১

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৪,১৭,৬৪১

দ্বিতীয় ডোজ

,৭৫,৬৫,৪৩৯

প্রিকশন ডোজ

৮১,৭৯,২৯৮

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

,১৭,৮৯,৭৯৫

দ্বিতীয় ডোজ

,২১,৫৫,৯৬০

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৮৯,৭৮,৬০২

দ্বিতীয় ডোজ

,৪০,২৯,৬১৭

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,৬৫,৯৪,৩০৯

দ্বিতীয় ডোজ

৪৮,৪৮,০৮,৮১২

প্রিকশন ডোজ

,২০,৬৩৩

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,৩১,৪২,০৫৯

দ্বিতীয় ডোজ

১৮,৯৬,৪৬,৩২৪

প্রিকশন ডোজ

১০,০৬,৯৪৭

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৭০,১৪,৫৫৪

দ্বিতীয় ডোজ

১১,৮২,১০,৪২৯

প্রিকশন ডোজ

,৬৩,১০,৮৯১

প্রিকশন ডোজ

,০৯,৪৪,৮৮০

মোট

,৯১,৩৭,৩৪,৩১৪

দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৭ হাজার ৩১৭, যা মোট আক্রান্তের ০.০৪ শতাংশ।

একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজর ৫৫০ জন এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৮২ হাজার ২৪৩

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ২০২

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৯৭ হাজার ২৪২টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৮৪ কোটি ৪১ লক্ষ ৩৪ হাজার ১৫৬

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৫৯ শতাংশ এবং দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৭৪ শতাংশ।


 

CG/BD/AS/



(Release ID: 1825851) Visitor Counter : 98