সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

আগামী ১৬-২০ মে পর্যন্ত সপ্তাহব্যাপী আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপন উপলক্ষে ‘জাদুঘরের ক্ষমতা’ বিষয় ভাবনার আওতায় ন্যাশনাল গ্যারালি অফ মর্ডান আর্ট একাধিক শিক্ষামূলক কর্মকাণ্ড ও অনুষ্ঠানের আয়োজন করেছে

Posted On: 15 MAY 2022 1:18PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ মে, ২০২২
 
আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপন উপলক্ষে নতুন দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম (আইসিওএম)-এর উল্লিখিত 'জাদুঘরের ক্ষমতা' বিষয় ভাবনার আওতায় একাধিক শিক্ষামূলক কর্মকাণ্ড ও অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর, আইসিওএম আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করে আসছে। এটি একটি অনন্য অনুষ্ঠান। এই দিবসের উদ্দেশ্য হল সংস্কৃতি বিনিময়, সংস্কৃতির সমৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও শান্তি বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে জাদুঘরগুলি যে ভূমিকা পালন করে থাকে সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
 
ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট এই উপলক্ষে ১৬-২০ মে পর্যন্ত উল্লিখিত বিষয় ভাবনার আওতায় সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ১৮ই মে কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি প্রধান অতিথি হিসেবে ভারতীয় শিল্পের আধুনিক প্রশিক্ষকদের দুটি প্রধান প্রদর্শনীর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রকের সচিব শ্রী গোবিন্দ মোহন এবং যুগ্ম সচিব শ্রীমতী লিলি পান্ডেয়া উপস্থিত থাকবেন। 
 
এই প্রদর্শনীতে নন্দলাল বসুর শৈল্পিক ও আধ্যাত্মিক যাত্রার কর্মকাণ্ড দর্শকরা দেখতে পারবেন। ম্যুরাল থেকে লিথোগ্রাফ, কংগ্রেসের হরিপুরা অধিবেশনের জন্য প্যানেল পেইন্টিং ধরা থাকবে এখানে। অন্য আরেকটি প্রদর্শনীতে রামকিঙ্কর বেইজ এবং বিনোদ বিহারী মুখার্জীর শৈল্পিক কর্মকাণ্ড তুলে ধরা হবে। 
 
যামিনী রায় এবং অমৃতা শের-গিলের শিল্পকর্মের উপর ভিত্তি করে নির্দেশিত ওয়াকথ্রু এবং শিল্প কর্মশালার একটি সিরিজ এই অনুষ্ঠানে থাকছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সন্ধ্যায় জাদুঘরে থ্রিডি প্রজেকশন ম্যাপিং-এর ব্যবস্থা করা হয়েছে। 
 
ভারত ও ব্রাজিলের মধ্যে সংস্কৃতি বিনিময় অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আগামী ১৬ই মে ব্রাসিলিয়া এবং আধুনিক ব্রাজিলের নির্মাণ শীর্ষক একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রীমতী মীনাক্ষী লেখি।
 
এগুলি ছাড়াও, একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ফটো তোলার জন্য সেলফি বুথ থাকছে। ১৬-২০ মে পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশের জন্য জাদুঘর অতিরিক্ত সময় খোলা থাকবে এবং কোনো প্রবেশ মূল্য নেওয়া হবে না। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন নিম্নলিখিত লিঙ্কে – 
 
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/file/IMW-14-05_1(1)1GKC.pdf
 
CG/SS/SKD/


(Release ID: 1825742) Visitor Counter : 163