ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
শ্রী নারায়ণ রাণে দিল্লির এনআইএফটিতে খাদির জন্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন করেছেন
Posted On:
11 MAY 2022 5:24PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ই মে, ২০২২
খাদিকে আরো বেশি জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে এর কাপড় এবং সুতো তৈরির ক্ষেত্রে বৈচিত্র আনার পরিকল্পনা করা হয়েছে। এর জন্য খাদি প্রতিষ্ঠানগুলির মানোন্নয়ন ঘটিয়ে এই শিল্পের সঙ্গে যুক্ত সকলের দক্ষতা বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। খাদি ও গ্রামোদ্যোগ শিল্প কমিশন (কেভিআইসি) খাদির জন্য উৎকর্ষ কেন্দ্র (সেন্টার অফ এক্সেলেন্স ফর খাদি – সিওইকে) গড়ে তুলতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির (এনআইএফটি) সঙ্গে সমঝোতা করেছে। নতুন দিল্লিতে এনআইএফটি ক্যাম্পাসে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী নারায়ণ রাণে সিওইকে হাবের উদ্বোধন করেছেন। একই সঙ্গে গান্ধীনগর, শিলং, কোলকাতা, ও বেঙ্গালুরুতে এর চারটি শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সিওইকের ওয়েবসাইটের সূচনা করেন। এখান থেকে খাদি প্রতিষ্ঠানগুলির সর্বশেষ নকশা ও প্রযুক্তি ব্যবহার সম্পর্কে জানা যাবে।
উদ্বোধনের পর শ্রী রাণে বলেন, আত্মনির্ভর ভারত অভিযানে খাদির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে ডিজাইনারদের খাদির জন্য নতুন নতুন নকশা তৈরি করতে হবে, যাতে যুব সম্প্রদায় খাদির পণ্য ব্যবহার করতে উৎসাহী হয়।
অনুষ্ঠানে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী শ্রী ভানু প্রতাপ সিং ভার্মা, বস্ত্র প্রতিমন্ত্রী শ্রীমতী দর্শনা বিক্রম জারদোশ, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সচিব শ্রী বি বি সোয়াইন এবং বস্ত্র সচিব শ্রী ইউ পি সিং উপস্থিত ছিলেন।
সিওইকে গড়ে তোলার জন্য কেভিআইসি-র চেয়ারম্যান শ্রী বিনয় কুমার সাক্সেনা কেভিআইসি ও এনআইএসটি –কে অভিনন্দন জানান। তিনি আশা করেন এর ফলে খাদির পণ্য সামগ্রী আরো বেশি করে মানুষের কাছে পৌঁছাবে এবং বিশ্বজুড়ে এর জনপ্রিয়তা বাড়়বে।
সিওইকে গড়ে তোলার জন্য গত বছর এনআইএফটি –র সঙ্গে কেভিআইসি চুক্তিবদ্ধ হয়। তিন বছরের মেয়াদে এটি বাস্তবায়িত হবে। অত্যাধুনিক নক্সা ও আন্তর্জাতিকমানের খাদির পণ্য তৈরির মধ্য দিয়ে দেশ বিদেশের ক্রেতাদের চাহিদা পূরণ করা হবে। সিওইকে খাদির প্রতিষ্ঠানগুলির মানোন্নয়নের জন্য নতুন নতুন নকশা তৈরি করবে। এছাড়াও খাদির ব্র্যান্ডকে জনপ্রিয় করার জন্য নানা উদ্যোগ নেওয়া হবে। দেশে বিদেশে খাদির বস্ত্র সামগ্রী নিয়ে ফ্যাশন শো এর ব্যবস্থা করা এর মধ্যে উল্লেখযোগ্য। এনআইএফটি এ কাজে পেশাদারদের নিয়োগ করেছে। দেশের মধ্যে ২০টি সব থেকে ভালো খাদি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। আশা করা হচ্ছে, বর্তমান অর্থবছরের মধ্যেই খাদির নতুন নতুন পণ্য সামগ্রী বাজারে আসবে।
CG/CB/SFS
(Release ID: 1824622)
Visitor Counter : 143