স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৯০ কোটি ৬৭ লক্ষ ছাড়িয়েছে


১২-১৪ বছর বয়সীদের ৩ কোটি ৯ লক্ষের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৯ হাজার ৪৯৪

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৯৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ

সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৭৪ শতাংশ

Posted On: 11 MAY 2022 9:59AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১১ মে, ২০২২


ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৯০ কোটি ৬৭ লক্ষ ৫০ হাজার ৬৩১ ছাড়িয়েছে। ১২-১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬-ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী ছেলেমেয়েদের ৩ কোটি ৯ লক্ষ ৪ হাজার ৯২৮-টি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। একইভাবে ১৮-৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ টিকার প্রিকশন ডোজ দেওয়া শুরু হয় গত ১০-ই এপ্রিল থেকে।

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ-

 

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০৫,৯২০

দ্বিতীয় ডোজ

,০০,২৬১৮১

প্রিকশন ডোজ

৪৯,৬৪,৪৬২

অগ্রভাগে থাকা স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,৮৪,১৭,১৭৪

দ্বিতীয় ডোজ

,৭৫,৫৮,৮৪৭

প্রিকশন ডোজ

৮০,২৭,৭৩৩

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

,০৯,০৪,৯২৮

দ্বিতীয় ডোজ

,০৬,৫৩,৫৭৬

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৮৮,১০,৮০২

দ্বিতীয় ডোজ

,৩৪,৪০,৬৪৫

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,৬৩,৬১,৮৯৭

দ্বিতীয় ডোজ

৪৮,২৯,৪১,০৭৯

প্রিকশন ডোজ

,১৭,৯৪২

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,৩০,৮৩,২৫০

দ্বিতীয় ডোজ

১৮,৯২,০০,৬৬৮

প্রিকশন ডোজ

,৬২,৩২৬

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৬৯,৮১,৫৮১

দ্বিতীয় ডোজ

১১,৭৯,১২,১২৬

প্রিকশন ডোজ

,৫৮,৭৯,৪৯৪

প্রিকশন ডোজ

,০০,৫১,৯৫৭

মোট

,৯০,৬৭,৫০,৬৩১

 

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৯ হাজার ৪৯৪, যা মোট আক্রান্তের ০.০৫ শতাংশ।

জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮৬ জন। এরফলে মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ২৫ লক্ষ ৬৬ হাজার ৯৩৫।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯৭ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৭২ হাজার ১৯০-টি কোভিড-১৯ নমুনা পরীক্ষা হয়েছে। এরফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৮৪ কোটি ১৯ লক্ষ ৮৬ হাজার ৮৯১।

সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে .৭৪ শতাংশ এবং দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার .৬১ শতাংশ

 

CG/BD/NS



(Release ID: 1824382) Visitor Counter : 111