উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
azadi ka amrit mahotsav

উত্তর-পূর্বের ঐতিহ্যবাহী শিল্পীদের সহায়তায় এনইএইচএইচডিসি এবং এটসি-র মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত

Posted On: 09 MAY 2022 4:08PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ মে, ২০২২
 
অনন্য ও সৃজনশীল সামগ্রী বিশ্ববাজারে তুলে ধরার জন্য একটি অন্যতম প্ল্যাটফর্ম হল এটসি। এবার এই প্ল্যাটফর্ম উত্তর-পূর্ব হস্তশিল্প ও হ্যান্ডলুম উন্নয়ন নিগম (এনইএইচএইচডিসি)-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। ছোট বিক্রেতা, তাঁতি এবং কারিগরদের বাজারের সুযোগ সুবিধা করে দিতে ও তাদের উৎপাদিত পণ্য সামগ্রী তুলে ধরতে এনইএইচএইচডিসি আজ এটসি-র সঙ্গে একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। 
 
এই সমঝোতাপত্র স্বাক্ষরের অঙ্গ হিসেবে এটসি, এনইএইচএইচডিসি-র সঙ্গে কারিগরদের স্বশক্তিকরণ কর্মসূচির বিকাশে সাহায্য করবে। বিশেষত, উত্তর-পূর্বের কারিগরদের জন্য পণ্য সামগ্রী অনলাইন বিক্রি ও উদ্যোক্তা সম্পর্কিত মডিউল তৈরি এবং তাদের উৎপাদিত পণ্যগুলি যাতে সহজে বাজারে সুযোগ পায় তার জন্য সহায়তা দেবে। 
 
এটসি-র লক্ষ্য ভারতীয় হস্তশিল্প ক্ষেত্রে যুক্ত কারিগর, নির্মাতা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের অনলাইন ব্যবসায় সুযোগ সুবিধা করে দেওয়া ও এই কাজ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম দিয়ে সাহায্য করা। এটসি এই ধরণের বিক্রেতাদের ডিজিটালভাবে সক্ষম পরিষেবাদানে সাহায্য করবে এবং তারা কীভাবে পণ্য বাজারে বিক্রি করতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে। 
 
এনইএইচএইচডিসি-র পরিচালন অধিকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার রাজীব কুমার সিং জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের আদিবাসী কারুশিল্পের প্রচার ও কারিগরদের জন্য আর্থিক সুযোগ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই অঞ্চলে ২১ লক্ষেরও বেশি তাঁতি এবং ১৪.৫ লক্ষ কারিগর রয়েছেন। তিনি বলেন, তাদের সঠিক বাজারের সুযোগ সুবিধা দিতে সাহায্য করবে এই চুক্তি। এটসি দেশের কারিগরদের জন্য একটি গেমচেঞ্জার হতে চলেছে বলেও তিনি জানান। 
 
এটসি-এর পাবলিক পলিসি ও অ্যাডভোকেসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট রোস লা জিউনেস বলেছেন, ছোট ব্যবসায়ী, বিক্রেতা ও উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে এবং তাদের একটি প্ল্যাটফর্মের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ভারতের তৈরি’ পণ্য বিশ্বজুড়ে প্রশংসালাভ করেছে। তাই, এই প্ল্যাটফর্মে ৫.৫ মিলিয়ন বিক্রেতার সঙ্গে যুক্ত হতে উত্তর-পূর্ব রাজ্য থেকে উঠে আসা শিল্পী ও কারিগরদের সুযোগ করে দেবে এই চুক্তি। কারিগর ও শিল্পীরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সারা বিশ্বের ক্রেতাদের সামনে তাদের শিল্পের গুণমান, সৌন্দর্য্য তুলে ধরতে পারবেন।  
 
এই গাঁটছড়ার ফলে, এটসি বস্ত্র, বেত ও বাঁশের তৈরি পণ্য সামগ্রী সহ বেশ কিছু দেশীয় পণ্য তাদের প্ল্যাটফর্মের সাহায্যে লক্ষ লক্ষ ক্রেতাদের সামনে তুলে ধরবে। মূলত অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা – এই ৮টি উত্তর-পূর্ব রাজ্যের কারিগরদের উৎপাদিত পণ্য সামগ্রী এটসি-র মাধ্যমে তুলে ধরা হবে। 
 
CG/SS/SKD/

(Release ID: 1824039) Visitor Counter : 110