স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

দিল্লিতে লেডি হার্ডিঞ্জ ও সহযোগী হাসপাতালগুলির নতুন ইনডোর/আউটডোর ব্লকের উদ্বোধন করলেন ডাঃ মনসুখ মান্ডভিয়া

Posted On: 09 MAY 2022 2:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ মে, ২০২২

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মানসুখ মান্ডভিয়া আজ নতুন দিল্লিতে লেডি হার্ডিঞ্জ ও সহযোগী হাসপাতালগুলির জন্য নতুন ‘স্টেট অব দ্য আর্ট’ মাল্টিস্পেশালিটি ইনডোর ও আউটডোর ব্লকের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই নতুন ইনডোর ব্লক হাসপাতালে শয্যা সংখ্যা ৮৭৭ থেকে বাড়িয়ে ১ হাজার করবে। এছাড়াও, ইনডোর ব্লকে একটি অত্যাধুনিক সি.টি. স্ক্যানারও বসানো হয়েছে। নতুন মাল্টিস্পেশালিটি আউটডোরে সবধরনের চিকিৎসা ও শল্য চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি, আয়ুর্বেদ, যোগ ও ন্যাচারোপ্যাথি ও হোমিওপ্যাথি চিকিৎসারও ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে ডাঃ মান্ডভিয়া বলেন, “দেশ এখন ‘আনুষ্ঠানিকতা’ থেকে ‘সামগ্রিকতা’র দিকে অগ্রসর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বর্তমান লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আধুনিক সুবিধা ও প্রতিরোধমূলক চিকিৎসার মধ্যে সমন্বয়সাধন। পাশাপাশি, দরিদ্রদের জন্য চিকিৎসার খরচ কমানো এবং চিকিৎসকের সংখ্যা বাড়ানোও। স্বাধীনতার ৭৫তম বছরে আমাদের কাজ করতে হবে স্বাধীনতার শতবর্ষে স্বাস্থ্য ক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে”।  

তিনি আরও বলেন, কেন্দ্রের যে কোনও পরিকল্পনা বাস্তবায়নে রাজ্যগুলির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের যে কোনও অ্যাকশন প্ল্যান বা প্রকল্প/পরিকল্পনা বাস্তবায়নের জন্য ‘জন ভাগীদারি’র গুরুত্বের কথা বলে তিনি জানান, “স্বাস্থ্যকে সুগম, সুলভ ও রোগী-বান্ধব করে তোলা খুব প্রয়োজনীয়। দেশ সবার ওপরে এবং আমাদের সব প্রয়াসই দেশের উন্নয়নের লক্ষ্যে হওয়া উচিৎ”।

ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার তাঁর ভাষণে রাজধানীর প্রাচীনতম মেডিকেল কলেজের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তাঁর আনন্দের কথা জানিয়ে বলেন, “শতাধিক বছরের প্রাচীন এই মেডিকেল কলেজটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। উন্নত স্বাস্থ্য ব্যবস্থা শুধুমাত্র রোগের চিকিৎসাতেই সীমাবদ্ধ নয়। সামাজিক ন্যায়কে উৎসাহ দেবার ক্ষেত্রেও তা সহযোগিতা করে। একজন দরিদ্র ব্যক্তি যখন সুলভে উন্নতমানের চিকিৎসা পান, তখন প্রশাসনের প্রতি তাঁদের ভরসা বাড়ে”।

অনুষ্ঠানে হেলথ সার্ভিসের ডিরেক্টর, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজের ডিরেক্টর, শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন।

 

SC/SB



(Release ID: 1823921) Visitor Counter : 97