শিল্পওবাণিজ্যমন্ত্রক
টিস্যু কালচার প্ল্যান্টের রপ্তানি বাড়াতে সরকারের অগ্রাধিকার; নতুন বাজারে রপ্তানিকারীদের প্রবেশে সুবিধা করে দিতে সাহায্য
Posted On:
08 MAY 2022 3:23PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৮ মে, ২০২২
টিস্যু কালচার প্ল্যান্টের রপ্তানি বাড়াতে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি প্রসার কর্তৃপক্ষের মাধ্যমে জৈব প্রযুক্তি দপ্তরের স্বীকৃত টিস্যু কালচার পরীক্ষণাগারগুলির সহযোগিতায় সরকার টিস্যু কালচার প্ল্যান্টের রপ্তানি বৃদ্ধি শীর্ষক বিষয়ে এক ওয়েবিনার আয়োজন করে। ভারত থেকে প্রধান যে ১০টি দেশে টিস্যু কালচার রপ্তানি করা হয়, তার মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কেনিয়া, নেপাল প্রভৃতি। ২০২০-২১-এ ভারত থেকে টিস্যু কালচার প্ল্যান্টের রপ্তানির পরিমাণ ছিল ১৭.১৭ মিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে, প্রায় ৫০ শতাংশই রপ্তানি হয়েছে নেদারল্যান্ডসে।
এই ওয়েবিনারে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি প্রসার কর্তৃপক্ষের আধিকারিকরা টিস্যু কালচার প্ল্যান্টের সর্বশেষ চাহিদার প্রবনতা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। আধিকারিকরা জানান, ওই দেশগুলিতে টিস্যু কালচার প্ল্যান্টের রপ্তানি বাড়াতে তারা কিভাবে সাহায্য করতে পারেন। এই ওয়েবিনারে টিস্যু কালচার পরীক্ষণাগারগুলির মানোন্নয়নে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়েও জানানো হয়। আন্তর্জাতিক বাজারে ভারতীয় টিস্যু কালচার প্ল্যান্টের গুণমান আরও বাড়াতে এই ওয়েবিনারে গুরুত্ব দেওয়া হয়। ভারতে উৎপাদিত টিস্যু কালচার প্ল্যান্টে আরও বৈচিত্র আনতে রপ্তানিকারীদের কাছে সুনির্দিষ্ট প্ল্যান্ট / শস্যের জার্মপ্লাজমের তালিকা দেওয়ার জন্য কর্তৃপক্ষ পরামর্শ দেয়।
এই ওয়েবিনারে টিস্যু কালচার প্ল্যান্ট পরীক্ষণাগারগুলিকে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেকথা উল্লেখ করা হয়। রপ্তানিকারকদের পক্ষ থেকেও বিভিন্ন খাতে খরচ বৃদ্ধি পাওয়ার ব্যাপারে ওই কর্তৃপক্ষের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়। এপ্রসঙ্গে টিস্যু কালচার বিশেষজ্ঞরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি প্রসার কর্তৃপক্ষকে পরামর্শ দেন। এই কর্তৃপক্ষের তরফে টিস্যু কালচার প্ল্যান্ট পরীক্ষণাগারগুলিকে তাদের যাবতীয় সমস্যার সমাধানে আশ্বাস দেওয়া হয়। এধরণের পরীক্ষণাগারগুলির মানোন্নয়নে কর্তৃপক্ষ আর্থিক সহায়তা কর্মসূচি চালু করেছে, যাতে তারা গুণগত মানের টিস্যু কালচার সামগ্রী রপ্তানি করতে পারে।
CG/BD/AS/
(Release ID: 1823674)
Visitor Counter : 146