স্বরাষ্ট্র মন্ত্রক

পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়াতে ভারতের প্রয়াসকে বাস্তবায়িত করতে স্বরাষ্ট্রমন্ত্রক এবং এসইসিআই-এর মধ্যে মউ স্বাক্ষর

Posted On: 07 MAY 2022 11:15AM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৭ মে,  ২০২২
 
পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়াতে ভারত সরকারের প্রয়াসের অঙ্গ হিসেবে দেশকে কার্বন নিউট্রাল অর্থনীতিতে পরিণত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহের সুদক্ষ নেতৃত্বে মন্ত্রক কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনী এবং জাতীয় নিরাপত্তা বাহিনীর সমস্ত ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ গ্রহণ করেছে। সেই অনুসারে শুক্রবার নতুন দিল্লীতে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ভারতের সৌরবিদ্যুৎ নিগমের (এসইসিআই) মধ্যে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরিত হয়েছে। এই মউ স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং পুনর্নবিকরণযোগ্য শক্তি মন্ত্রকের সচিব উপস্থিত ছিলেন। স্বাক্ষরিত সমঝোতাপত্র অনুযায়ী উভয় পক্ষের মধ্যে ওই দুই বাহিনীর ক্যাম্পাসের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন প্যানেল বসাতে যৌথ উদ্যোগ নেওয়া হবে। 
 
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভারতীয় সৌরবিদ্যুৎ নিগম সশস্ত্র পুলিশ বাহিনী এবং জাতীয় নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ক্যাম্পাসে ৭১.৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে। সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রে নিগমের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। নিগম কোন একটি সংস্থা বা দরপত্র আহ্বান প্রক্রিয়ার মাধ্যমে মনোনিত কোন সংস্থার সাহায্যে ওই দুই বাহিনীর বিভিন্ন ক্যাম্পাসের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসাতে স্বরাষ্ট্র মন্ত্রককে সাহায্য করবে। 
 
CG/BD/AS/


(Release ID: 1823551) Visitor Counter : 1733