যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

ফিট ইন্ডিয়া অভিযানে আমাদের সুষম খাবার খাওয়া ও ফিট থাকার সুস্পষ্ট বার্তা নিহিত রয়েছে : কাশ্মীরে মিট দ্য চ্যাম্পিয়ন্স অনুষ্ঠানে একথা বলেছেন অলিম্পিয়ান আরিফ খান

Posted On: 06 MAY 2022 5:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ মে, ২০২২

 

পড়ুয়াদের উল্লাস ও হর্ষধ্বনির মাধ্যমে উষ্ণ স্বাগত জানিয়ে উপত্যকার আদর্শ ভূমিপুত্র এবং শীতকালীন অলিম্পিকে ভারতের একমাত্র প্রতিনিধি আরিফ মহম্মদ খান আজ শ্রীনগরে গভর্নমেন্ট এসপি মডেল উচ্চ বিদ্যালয়ে মিট দ্য চ্যাম্পিয়ন্স অভিযানের সূচনা করেছেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অভিনব ফিট ইন্ডিয়া অভিযান সম্পর্কে শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতের একমাত্র অ্যালপাইন স্কিয়ার আরিফ খান বলেছেন, যেদিন আমাদের প্রধানমন্ত্রী এই অভিযানের সূচনা করেছিলেন তখন তিনি প্রত্যেক ভারতীয়কে এই সুস্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, নিয়মিত সুষম আহার গ্রহণ ও ফিটনেসকে আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ করে তুলতে হবে। উপত্যকার সব থেকে পুরনো এই বিদ্যালয়ের প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী ফিট ইন্ডিয়া অভিযানের সপ্তদশ সংস্করণে অংশগ্রহণ করে।

সুষম খাবার খাওয়ার উপর জোর দিয়ে আরিফ খান আরও বলেছেন, এধরণের খাবার খাওয়ার অর্থ এই নয় যে, কাছের কোনো ক্যাফেতে গিয়ে অন্য খাবার খাওয়া চলবে না, বরং যে খাবারই খাওয়া প্রয়োজন তাতে যেন ভারসাম্য বজায় থাকে। 

গভর্নমেন্ট এসপি মডেল উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। কয়েকজন ছাত্র সুষম খাবার ও ফিটনেস সম্পর্কে আরিফকে প্রশ্ন করেন। এদের মধ্যে একজন পড়ুয়া জানতে চায়, কাশ্মীর থেকে আরও বেশি সংখ্যক আন্তর্জাতিক মানের স্কিয়ার গড়ে তুলতে আপনি কিধরণের পরিকাঠামোগত পরিবর্তন দেখতে চান। 

বেজিং শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতের একমাত্র প্রতিনিধি আরিফ খান এই প্রশ্নের জবাবে বলেন, একটা সময় ছিল যখন বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আমি খেলা ছেড়েই দিতে চেয়েছিলাম। কিন্তু, আমি কি চাইছি তার উপর গুরুত্ব দেওয়ার জন্য আমি কখনই খেলা থেকে দূরে সরতে পারিনি। তাই আপনারা যা করতে ভালোবাসেন ঠিক তাই করুন এবং এক স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলুন। কিন্তু কখনই আশাহত দেবেন না।

শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণকারী আরিফ প্রাকৃতিক খাদ্য, টাটকা ফলমূল এবং রন্ধনশিল্প সম্পর্কে কাশ্মীরের সমৃদ্ধ ইতিহাস আরও জানতে পড়ুয়াদের উৎসাহিত করেন। তিনি বলেন, আমরা উপত্যকার এই মানুষ অনেক সৌভাগ্যবান যে আমাদের দৈনন্দিন বাড়ির খাবারের মধ্যেই অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ উপাদান রয়েছে, যা আমাদের আরও বেশি করে খাওয়া প্রয়োজন। তাই আমাদের চারপাশে এমন অনুকূল পরিবেশ রয়েছে যা স্বাভাবিকভাবেই ফিট থাকতে সাহায্য করে বলে আরিফ খান অভিমত প্রকাশ করেন।

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে যৌথভাবে মিট দ্য চ্যাম্পিয়ন্স অনুষ্ঠানের আয়োজক কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া এবং শিক্ষা মন্ত্রক।

 

CG/BD/SKD/


(Release ID: 1823336) Visitor Counter : 238