কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জীতেন্দ্র সিং বলেছেন মোদী সরকার সাম্প্রতিক সময়ে বিবাহ বিচ্ছিন্না কন্যা ও দিব্যাঙ্গদের জন্য পারিবারিক পেনশন, বয়স্ক পেনশন প্রাপকদের জন্য ফ্রেস রেকগনিশন টেকনোলজি প্রবর্তন, প্রয়াত সরকারি কর্মী/পেনশন প্রাপকের বিশেষভাবে সক্ষম ছেলেমেয়ের জন্য পারিবারিক পেনশন, বৈদ্যুতিন পদ্ধতিতে পেনশন পে-অর্ডারের মতো একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক সংস্কার করেছে
Posted On:
05 MAY 2022 4:00PM by PIB Kolkata
নয়াদিল্লী, ০৫ মে, ২০২২
কেন্দ্রীয় কর্মচারী, গণ-অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডাঃ জীতেন্দ্র সিং আজ বলেছেন পেনশন ও পেনশনপ্রাপক কল্যাণ দপ্তর বিবাহ বিচ্ছিন্না কন্যা ও দিব্যাঙ্গদের জন্য পারিবারিক পেনশন প্রদানে সুবিধা, বয়স্ক ব্যক্তিদের জীবন শংসাপত্র জমা করার জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে ফেস রেকগনিশন টেকনোলজি প্রবর্তন, বৈদ্যুতিন পদ্ধতিতে পেনশন পে-অর্ডার, পেনশনপ্রদান প্রক্রিয়া সহজ করতে ডাক বিভাগের সহায়তা প্রভৃতি ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
ডাঃ সিং আজ নতুন দিল্লীতে সপ্তম সর্বভারতীয় পেনশন আদালত অনুষ্ঠানে যোগ দিয়ে আরও বলেন, প্রয়াত সরকারি কর্মী/পেনশনপ্রাপকের বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের পারিবারিক পেনশন অথবা পেনশনের অর্থ বৃদ্ধির মতো পদক্ষেপগুলি না কেবল পেনশন প্রদান ব্যবস্থায় সংস্কার করেছে সেইসঙ্গে সমাজিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলেছে।
ডাঃ সিং জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সুপ্রশাসন নিয়ে আসার মন্ত্র অনুসরণ করছে। এই লক্ষ্যে পেনশনপ্রাপকদের কল্যাণে নতুন চিন্তা-ভাবনার প্রবর্তন করা হচ্ছে। তিনি বলেন, পেনশন আদালত আয়োজনের উদ্দেশ্যই হল দ্রুততার সঙ্গে সুফলভোগীদের অভাব-অভিযোগের নিষ্পত্তি করা। একইভাবে পেনশনের সুযোগ-সুবিধা পৌঁছে দিতে যেসমস্ত প্রথাগত বাধা-বিপত্তি রয়েছে সেগুলি সম্পর্কে আরো সচেতন হওয়া। পেনশনপ্রাপকদের সুবিধার্থে দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রক/দপ্তরের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে পেনশনপ্রাপকদের জন্য এক সুসংবদ্ধ নীতি-নির্দেশিকা সম্বলিত ছোট পুস্তিকা তৈরি করেছে। আজকের এই পেনশন আদালতে এক হাজারের বেশি পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য তালিকাভুক্ত হয়েছে। দপ্তর পারিবারিক পেনশন এবং ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের পেনশনের বিষয়গুলিতে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।
ডাঃ সিং জানান, ২০১৭-তে চালু হওয়া পেনশন আদালত পেনশনপ্রাপকদের অভাব-অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তিতে প্রযুক্তির সাহায্য নিচ্ছে। ২০১৭ থেকে পেনশনপ্রাপকদের ২২ হাজার ৪৯৪টি অভিযোগের প্রেক্ষিতে ১৬ হাজার ৬১টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। পেনশন আদালত শুরু করার উদ্দেশ্যই হল পেনশনপ্রাপকদের জীবন যাপনের মানোন্নয়ন এবং মামলা মোকদ্দমার সংখ্যা কমিয়ে পেনশনপ্রাপক তথা সরকারের ওপর থেকে আর্থিক বোঝা কমানো।
CG/BD/NS
(Release ID: 1823292)
Visitor Counter : 137