সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ আগামীকাল কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল – এ মুক্তি - মাতৃকা( 'মা হিসেবে স্বাধীনতা') সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন


চলতি আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে

Posted On: 05 MAY 2022 4:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ মে, ২০২২
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আগামীকাল কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল – এ সংস্কৃতি মন্ত্রক আয়োজিত মুক্তি – মাতৃকা ( 'মা হিসেবে স্বাধীনতা') শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। অন্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 
 
মুক্তি – মাতৃকা অনুষ্ঠানে বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী শ্রীমতী ডোনা গাঙ্গুলী ও তাঁর দল দীক্ষা মঞ্জরী নৃত্য এবং  বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুটি সৌরেন্দ্র – সৌম্যজিৎ আবৃত্তি পরিবেশন করবেন।দেশের মানুষ, সংস্কৃতি ও সাফল্যের গৌরবময় ইতিহাসের স্মরণে ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষে চলতি আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনে এটি একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান। 
 
মানবতার অতুলনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কো তালিকাভুক্ত করা এবং ২০২১-২২ এ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল – এর শতবর্ষ উদযাপনের প্রেক্ষাপটে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
মুক্তি – মাতৃকা শব্দটি একজন মায়ের, এমনকি ঐশ্বরিক মাতার শাশ্বত রূপ। কিন্তু,এর প্রতীকীভাব সুদূর প্রসারিত। ‘মুক্তি’ বা স্বাধীনতা/স্বাবলম্বন/মুক্তির ধারণা এমনকি, ‘মাতৃকা'র উদ্দেশ্যকে ভূমি অথবা একটি দেশ হিসাবে কল্পনা করা হয়েছে। বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বাংলা আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে। আজাদির এই গাথা সম্ভব হয়েছে চিরস্মরণীয় সংগ্রাম এবং বিপ্লবী ও জাতীয়তাবাদীদের আত্মত্যাগের মাধ্যমে। পাশাপাশি, বিশিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য আইকনিক দুর্গাপুজো বিশ্বব্যাপী স্বীকৃতিলাভ করেছে। তাই, এই দুই থিম-কে একত্রিত করে মুক্তি – মাতৃকা স্বাধীনতা ও মাতা (দুর্গাদেবী) বিশেষ করে, দুর্গা আমাদের ‘আজাদি’র প্রতীক এবং অসুর হিসাবে অশুভর হাত থেকে আমাদের মুক্তির মধ্যে সংযোগ স্থাপন করবে। 
 
উল্লেখ্য, আগামীকাল (শুক্রবার, ৬ই মে) কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল – এ সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
 
CG/SS/SB

(Release ID: 1823021) Visitor Counter : 148