স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির আওতায় মোট টিকাদান ১৮৯.৪৮ কোটি ডোজ ছাড়িয়ে গেছে


১২-১৪ বছর বয়সসীমায় ২ কোটি ৯৫ লক্ষেরও বেশি প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে

দেশে এখন চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হয়েছে ১৯ হাজার ৫০৯

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৫ জন

বর্তমানে আরোগ্যের হার ৯৮.৭৪ শতাংশ

সাপ্তাহিক সংক্রমণের হার ০.৭৬ শতাংশ

Posted On: 04 MAY 2022 9:17AM by PIB Kolkata

নতুন দিল্লি, মে, ২০২২

 

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া অন্তর্বর্তী প্রতিবেদন অনুসারে দেশে কোভিড টিকাকরণ কর্মসূচির আওতায় মোট ১৮৯.৪৮ কোটিরও বেশি (,৮৯,৪৮,০১,২০৩) ডোজ টিকা দেওয়া হয়েছে। এজন্য ২,৩৪,৪৬,১১৩টি সেশন লেগেছে।

১২-১৪ বছর বয়সসীদের কোভিড টিকাকরণ শুরু হয়েছে ১৬ই মার্চ ২০২২ তারিখ থেকে। এপর্যন্ত এই বয়সীমায় ২ কোটি ৯৫ লক্ষেরও বেশি (,৯৫,০৯,৮৮৯) প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। ১৮-৫৯ বছর বয়সীদের সতর্কতামূলক ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে ১০ই এপ্রিল, ২০২২ থেকে।

টিকাকরণের বিশদ বিবরণ নীচে দেওয়া হল -

মোট টিকার ডোজ

স্বাস্থ্যকর্মী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

০৪০৫৩৮৯

 

১০০১৯৩৪৯

 

৪৮৫০৩৪৬

 

প্রথমসারির করোনা যোদ্ধা

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

১৮৪১৬১৬৫

 

১৭৫৪৪৬১৬

 

৭৭৩৭২১৮

 

- বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

২৯৫০৯৮৮৯

 

৮০৪০৪৬৭

১৫-১৮ বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয় ডোজ

৫৮৫৫৭১৯৪

 

৪২৬৫৬২৩৭

১৮-৪৪ বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

৫৫৫৮৭০২০৫

 

৪৭৯৫৮৭৭৩৫

 

২০৬৬৩৭

৪৫-৫৯ বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

২০২৯৫২৪৩৬

 

১৮৮৩২২৯৬১

 

৬৫৩৬৮১

ষাটোর্ধ্ব

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

১২৬৮৮৮৮১৭

 

১১৭৩৩৭৯৮১

 

১৫২৪৩৮৮০

 

 

সতর্কতামূলক ডোজ

,৮৬,৯১,৭৬২

 

মোট

 

,৮৯,৪৮,০১,২০৩

দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৯ হাজার ৫০৯। মোট আক্রান্তের ০.০৫ শতাংশ উপসর্গযুক্ত।

দেশে বর্তমানে আরোগ্যের হার ৯৮.৭৪ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮০২ জন। এই নিয়ে এপর্যন্ত মোট ৪,২৫,৪৪,৬৮৯ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন।

২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৫ জন।

২৪ ঘণ্টায় ৩ লক্ষ ২৭ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে এপর্যন্ত মোট ৮৩.৮৯ কোটিরও বেশি (৮৩,৮৯,৫৫,৫৭৭) নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ০.৭৬ শতাংশ, দৈনিক সংক্রমণের হার ০.৯৮ শতাংশ

 

CG/SD/SKD/



(Release ID: 1822650) Visitor Counter : 110