শিল্পওবাণিজ্যমন্ত্রক
ভারত থেকে ফার্মা সামগ্রী রপ্তানি ২০১৩-১৪ থেকে ১০৩ শতাংশ বেড়েছে
प्रविष्टि तिथि:
01 MAY 2022 12:05PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ মে, ২০২২
ভারতীয় ফার্মা সামগ্রীর রপ্তানিতে ২০১৩-১৪ থেকে ২০২১-২২ পর্যন্ত সময়ে ১০৩ শতাংশ বৃদ্ধি ঘটেছে। ২০১৩-১৪-তে ফার্মা সামগ্রীর রপ্তানির মূল্য ছিল ৯০ হাজার ৪১৫ কোটি টাকা। ২০২১-২২-এ তা বেড়ে হয়েছে ১ লক্ষ ৮৩ হাজার ৪২২ কোটি টাকা। ২০২১-২২-এ ফার্মা সামগ্রীর রপ্তানিতে যে সাফল্য অর্জিত হয়েছে তা এযাবৎ সর্বাধিক। উল্লেখ করা যেতে পারে, গত আট বছরে ফার্মা সামগ্রীর রপ্তানির পরিমাণ প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে।
ফার্মা সামগ্রীর রপ্তানিতে সাফল্যের কথা উল্লেখ করে এক ট্যুইটে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীয়ূষ গোয়েল বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারত বিশ্বের ফার্মাসি বা ঔষধালয় হয়ে উঠেছে।
২০২১-২২-এ ভারত থেকে ফার্মা সামগ্রীর রপ্তানিতে কোভিড-১৯ জনিত বিশ্বব্যাপী বাধা-বিপত্তি সত্বেও ইতিবাচক অগ্রগতি হয়েছে। ফার্মা সামগ্রীর রপ্তানিতে বাণিজ্যিক ভারসাম্য ভারতের অনুকূলেই রয়েছে। কারণ, বাণিজ্যের পরিমাণ ১৫ হাজার ১৭৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি হয়েছে। উল্লেখ করা যেতে পারে, ভারত ফার্মা সামগ্রী উৎপাদনের পরিমাণের দিক থেকে তৃতীয় এবং উৎপাদিত মূল্যের দিক থেকে চতুর্দশ স্থানে রয়েছে। ভারতের এই সাফল্যের পেছনে রয়েছে আন্তর্জাতিক মানের উৎকর্ষতা, অত্যাধুনিক পরিকাঠামো, উৎপাদন খরচে প্রতিযোগিতা মূলক মনোভাব, সুদক্ষ মানব সম্পদ এবং উদ্ভাবন। ভারতীয় ফার্মাসিউটিক্যাল শিল্পের বর্তমান বাজার প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলার। এমনকি, ফার্মা সামগ্রীর রপ্তানিতে সারা বিশ্বে ভারতের অবদান ৫.৯২ শতাংশ। ভারত থেকে সর্বাধিক পরিমাণে ফার্মা সামগ্রী মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও নাইজেরিয়ায় রপ্তানি হয়ে থাকে।
CG/BD/AS/
(रिलीज़ आईडी: 1821969)
आगंतुक पटल : 285