স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮৯ কোটি ১৭ লক্ষ ছাড়িয়েছে
১২ থেকে ১৪ বছর বয়সীদের ২ কোটি ৯০ লক্ষের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৯ হাজার ৯২
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩২৪
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৬৮ শতাংশ
Posted On:
01 MAY 2022 9:49AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ মে, ২০২২
দেশে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮৯ কোটি ১৭ লক্ষ ৬৯ হাজার ৩৪৬ ছাড়িয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ২ কোটি ৯০ লক্ষ ৯৮ হাজার ৯৪৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে। একই ভাবে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া গত ১০ই এপ্রিল থেকে শুরু হয়েছে।
আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্যকর্মী
|
প্রথম ডোজ
|
১০৪০৫২৫৮
|
দ্বিতীয় ডোজ
|
১০০১৭৯৩৩
|
প্রিকশন ডোজ
|
৪৮২১৪৮৩
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
|
১৮৪১৫৯৬৬
|
দ্বিতীয় ডোজ
|
১৭৫৪২০৮৭
|
প্রিকশন ডোজ
|
৭৬৫৬১৪৫
|
১২-১৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
২৯০৯৮৯৪৬
|
দ্বিতীয় ডোজ
|
৭৩৭৮৫১৬
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫৮৪৮৯২৫২
|
দ্বিতীয় ডোজ
|
৪২৪২২৪১২
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫৫৫৭৮৫৮০১
|
দ্বিতীয় ডোজ
|
৪৭৮৭৮০২৫১
|
প্রিকশন ডোজ
|
১৭৩০৬৭
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
২০২৯৩৪৪৬৭
|
দ্বিতীয় ডোজ
|
১৮৮১২৪৭৩৪
|
প্রিকশন ডোজ
|
৫৭৮৩৫৭
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
|
১২৬৮৭৫৬৬৮
|
দ্বিতীয় ডোজ
|
১১৭২১১১৮৩
|
প্রিকশন ডোজ
|
১৫০৫৭৮২০
|
প্রিকশন ডোজ
|
২,৮২,৮৬,৮৭২
|
মোট
|
১,৮৯,১৭,৬৯,৩৪৬
|
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৯ হাজার ৯২, যা মোট আক্রান্তের ০.০৪ শতাংশ।
একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজর ৮৭৬ জন। এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ২৫৩।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩২৪।
দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৭১ হাজার ৮৭টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৮৩ কোটি ৭৯ লক্ষ ১৩ হাজার ১১০।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৬৮ শতাংশ এবং দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৭১ শতাংশ।
CG/BD/AS/
(Release ID: 1821851)
Visitor Counter : 141