প্রতিরক্ষামন্ত্রক

নতুন সাতটি প্রতিরক্ষা সংস্থার মধ্যে ছয়টি প্রথম ৬ মাসে প্রাথমিকভাবে তাদের ব্যবসায় মুনাফা করেছে


এই প্রতিরক্ষা সংস্থাগুলির লেনদেনের পরিমাণ ৮,৪০০ কোটি টাকার বেশি

Posted On: 29 APR 2022 10:58AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ এপ্রিল, ২০২২

 

বিজয়াদশমীর দিন গত বছর ১৫ই অক্টোবর, যে সাতটি নতুন প্রতিরক্ষা সংস্থা জাতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছিল, তার মধ্যে ছয়টি সংস্থায় গত পয়লা অক্টোবর থেকে এবছরের ৩১শে মার্চ পর্যন্ত প্রথম ৬ মাসে প্রাথমিকভাবে তাদের ব্যবসায় মুনাফা অর্জনে সক্ষম হয়েছে। একমাত্র যন্ত্র ইন্ডিয়া লিমিটেড সংস্থাটি বাদে বাকি ৬টি সংস্থাই প্রাথমিক মুনাফা করেছে। মুনাফা অর্জন করা এই ছটি সংস্থা হল মিউনিশন্স ইন্ডিয়া লিমিটেড; আর্মার্ড ভেইকেল নিগম লিমিটেড; অ্যাডভান্সড উইপন্স অ্যান্ড ইক্যুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড; ট্রুপ কম্ফোর্টস লিমিটেড; ইন্ডিয়া অপটেল লিমিটেড এবং গ্লাইডার্স ইন্ডিয়া লিমিটেড।

প্রতিরক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত নতুন সাতটি সংস্থা জাতির উদ্দেশে উৎসর্গ করে সরকার কর্পোরেট সংস্থা হিসেবে ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য এই সংস্থাগুলিকে প্রাথমিকভাবে সাহায্য করতে একাধিক পদক্ষেপ নেয়। উল্লেখ করা যেতে পারে, ২০২১-২২ অর্থবর্ষে নতুন এই সাতটি প্রতিরক্ষা সংস্থাকে ধার্য লক্ষ্যমাত্রায় তুলনায় ৭ হাজার ৭৬৫ কোটি টাকা ঋণ সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ সহায়তা বাণিজ্যিক লেনদেন শুরুর আগেই মেটানো হয়েছে। চলতি অর্থবর্ষে এই ৭টি সংস্থাকে মূলধনী ব্যয় ও ইক্যুইটি খাতে ২ হাজার ৭৬৫ কোটি ৯৫ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে।

নতুন এই কর্পোরেট সংস্থাগুলিকে আর্থিক স্বায়ত্তশাসন ও সরকারের সহায়তা দিয়ে সমরাস্ত্র উৎপাদন সংস্থাগুলির কাজকর্মে পরিবর্তন আনা হয়েছে। এর ফলেই, বাণিজ্যিক লেনদেন শুরু হওয়ার প্রথম ৬ মাসের মধ্যে নতুন এই সাতটি সংস্থার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৪০০ কোটি টাকার বেশি। 

এই সংস্থাগুলি চালু হওয়ার প্রথম দিন থেকেই নতুন বাজারের খোঁজ এবং ব্যবসায়িক পরিধি বাড়ানোর কাজ শুরু করে। একইসঙ্গে রপ্তানিতেও গুরুত্ব দেওয়া হয়। এরফলে, সংস্থাগুলির কাজকর্ম শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই দেশ থেকে ৩ হাজার কোটি টাকার এবং বিদেশ থেকে ৬০০ কোটি টাকার বরাত পায়। এই সংস্থাগুলি নতুন সমরাস্ত্র উৎপাদনের জন্য নিজস্ব উদ্ভাবনের পাশাপাশি সহযোগিতামূলক প্রয়াসের উপরেও গুরুত্ব দিচ্ছে। উল্লেখ করা যেতে পারে, যন্ত্র ইন্ডিয়া লিমিটেড এক্সেল সরবরাহের জন্য ভারতীয় রেলের কাছ থেকে প্রায় ২৫১ কোটি টাকার বরাত পেয়েছে। নতুন সংস্থাগুলির কাজকর্ম পরিচালনার উপর নিয়মিত নজরদারি করা হয়। এমনকি যে কোনো সমস্যার সময় মতো সমাধানে বিভাগীয় হস্তক্ষেপ করা হয়।

সরকার গত বছরের ১৬ই জুন প্রতিরক্ষা মন্ত্রকের অধীন অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে ৭টি সরকারি মালিকানাধীন কর্পোরেট সংস্থায় রূপান্তরিত করে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে এক দীর্ঘ প্রতিক্ষিত ও গুরুত্বপূর্ণ সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল। 

 

CG/BD/SKD/



(Release ID: 1821283) Visitor Counter : 149