রেলমন্ত্রক
ভারতীয় রেলে যাত্রীদের নিরাপত্তার জন্য রেল ও সি-ডিওটি টেলি যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণের কাজ করবে
Posted On:
28 APR 2022 2:31PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ এপ্রিল, ২০২২
রেল মন্ত্রক, সেন্টার ফর ডেভলপমেন্ট অফ টেলিম্যাটিক (সি-ডিওটি)-এর সঙ্গে একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে । এই সমঝোতাপত্র অনুযায়ী রেলের টেলি যোগাযোগ ব্যবস্থায় উন্নতি ঘটানো হবে, যার ফলে রেলযাত্রীদের সুরক্ষা নিশ্চিত হবে । সমঝোতাপত্র অনুযায়ী দুটি সংস্থা একযোগে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে যে ব্যবস্থাগুলি গ্রহণ করবে সেগুলি হল : বিশ্বমানের এলটিই-আর ব্যবহার, মেক ইন ইন্ডিয়া নীতি অনুযায়ী ফাইভ জি প্রযুক্তির ব্যবহার, ইন্টারনেট অফ থিংস, মেশিন টু মেশিন অ্যাপলিকেশন, সুসংহত নেটওয়ার্ক ব্যবস্থাপনা, ওএসসি নজরদারি ব্যবস্থাপনা, ভিডিও কনফারেন্স সফটওয়্যার তৈরি, চ্যাটিং-এর জন্য বিশেষ অ্যাপ, রাউটার এবং সুইচ ।
সি-ডিওটি-র এক্সিকিউটিফ ডিরেক্টর শ্রী রাজকুমার উপাধ্যায় এবং রেল বোর্ডের টেলিকম শাখার শ্রীমতি অরুণা সিং সহ উভয় সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে । এরফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে দেশীয় প্রযুক্তিতে ব্যয়সাশ্রয়ী মূল্যের সরঞ্জাম পাওয়া যাবে এবং কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া কর্মসূচির বাস্তবায়নে আরও একধাপ এগোনো সম্ভব হবে ।
CG/CB/RAB
(Release ID: 1821111)
Visitor Counter : 179