স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় স্বাস্থ্য পেশাদার নিবন্ধিকরণে নার্স মডিউল চালু করল জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ

Posted On: 27 APR 2022 12:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ এপ্রিল, ২০২২

 

জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় স্বাস্থ্য পেশাদার নিবন্ধিকরণে নার্সদের জন্য মডিউল চালু করল। মেডিসিনের বিভিন্ন শাখার চিকিৎসকদের জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য পেশাদার নিবন্ধিকরণে মডিউল রয়েছে, এখন এর সঙ্গে নার্সরাও অন্তর্ভুক্ত হলেন। নিবন্ধিকরণের জন্য আবেদনগুলি সংশ্লিষ্ট কাউন্সিল যাচাই করবে। আগামী দিনে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ প্যারা মেডিকেল, তৃণমূল স্তরের স্বাস্থ্য কর্মী (আশা), মেডিকেল সাপোর্ট স্টাফ, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত অন্য পেশাদারদের জন্যও এমন নিবন্ধিকরণের কথা ভাবছে। 

স্বাস্থ্য পেশাদার নিবন্ধিকরণ হল আধুনিক ও প্রথাগত, সব শাখার চিকিৎসা পরিষেবাদানকারীদের একটি সার্বিক তথ্য ভাণ্ডার। এটি আয়ুষ্মান ভারত ডিজিটাল ভারত মিশনের একটি প্রধান ভিত্তি। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা পেশাদাররা ভারতের ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রবেশ করে রোগীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন এবং রোগীদের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারেন। এই নিবন্ধিকরণের সুবিধা হল অনন্য ও বিশ্বাসযোগ্য পরিচয়, অনলাইন উপস্থিতি এবং টেলিচিকিৎসা ও অন্য সংযুক্ত পরিষেবাগুলির সঙ্গে সংযোগসাধন।

একজন স্বাস্থ্য পেশাদার তার আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে এই ওয়েবসাইটে নিজেকে নিবন্ধিত করতে পারেন -  https://hpr.abdm.gov.in/

জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ হল ভারত সকারের একটি শীর্ষ সংস্থা, যেটি সরকারের বিভিন্ন মন্ত্রক/ দপ্তর, রাজ্য সরকার এবং বেসকারি ক্ষেত্রের সংস্থাগুলির সঙ্গে সমন্বয়সাধন করে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের রূপায়ণে নেতৃত্ব দেয়। এটি ডিজিটাল হাইওয়ের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত বিভিন্ন পক্ষের মধ্যে থাকা দূরত্বের সেতুবন্ধন করে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় বিস্তৃত তথ্য ও পরিকাঠামো পরিষেবাকে কাজে লাগিয়ে একটি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে, যেখানে স্বাস্থ্য সম্পর্কিত ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সুনিশ্চিত থাকবে। এছাড়া জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো অগ্রণী প্রকল্প রূপায়ণের দায়িত্বেও রয়েছে। 

 

CG/SD/SKD/



(Release ID: 1820804) Visitor Counter : 145