যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডেফঅলিম্পিক্স ২০২১ – এ ৬৫ জন খেলোয়াড়ের শক্তিশালী ভারতীয় দল রওনা হওয়ার আগে বিদায় সংবর্ধনা জানিয়েছেন শ্রী অনুরাগ ঠাকুর

Posted On: 25 APR 2022 6:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ এপ্রিল, ২০২২

 

আগামী পয়লা মে থেকে শুরু হতে চলা ডেফঅলিম্পক্স ২০২১ – এ অংশগ্রহণকারী ভারতীয় দলকে রওনা হওয়ার আগে সোমবার বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর, প্রতিমন্ত্রী শ্রী নিশিথ প্রামাণিক সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

ব্রাজিলের ক্যাক্সিয়াস ডু সুল – এ এই প্রতিযোগিতার আসর বসছে। এখানে ৬৫ জন ভারতীয় খেলোয়াড় অংশ নেবেন। এবারই সবচেয়ে বড় ভারতীয় দল পাঠানো হচ্ছে। ক্রীড়াবিদরা অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, জুডো, গলফ্‌, ক্যারাটে, শ্যুটিং, সাঁতার, টেনিস, টেবল টেনিস, তাইকন্দ এবং কুস্তি – এই ১১টি বিভাগে অংশ নেবেন। পয়লা মে থেকে ১৫ই মে পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে শ্রী অনুরাগ ঠাকুর বলেন, দেশবাসীর পক্ষ থেকে সকলকে আগাম অভিনন্দন । এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ই নিজেদের দক্ষতা দেখিয়ে যোগ্যতা অর্জন করেছেন বলেও জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এবারই প্রথম সবচেয়ে বেশি সংখ্যায় ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় পাঠানো হচ্ছে। ব্রাজিল থেকে সর্বোচ্চ সংখ্যক পদক জয়ের বিষয়ে আশা প্রকাশ করেন তিনি। অলিম্পিক্স, প্যারা-অলিম্পিক্স বা ডেফঅলিম্পিক্সের মতো যে কোনও প্রতিযোগিতায় ভারত নিজের ক্রীড়া দক্ষতার পরিচয় দিয়েছে বলেও কেন্দ্রীয় মন্ত্রী জানান। 

শ্রী ঠাকুর আরও বলেন, অল ইন্ডিয়া স্পোর্টস্‌ কাউন্সিল ফর দ্য ডেফ (এআইএসসিডি) এবং স্পোর্টস্‌ অথরিটি অফ ইন্ডিয়া বা সাই - এর মাধ্যমে ক্রীড়াবিদদের সহায়তাও দেওয়া হয়েছে। এই ডেফঅলিম্পিক্সে অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য সাই – এর কেন্দ্রগুলিতে ৩০ দিনের জাতীয় প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়। এছাড়াও, সাই ক্রীড়াবিদদের খেলার জন্য সরঞ্জাম, পোশাক, থাকা ও পরিবহণ ব্যবস্থা সহ একাধিক পদক্ষেপ নিয়েছে। 

অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী নিশিথ প্রামাণিক জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুরের প্রেরণায় দেশে ক্রীড়া  ক্ষেত্রের বিকাশসাধন হয়েছে। প্রধানমন্ত্রী ‘চেয়ার ফর ইন্ডিয়া’ গেম চেঞ্জার হয়ে উঠেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা দেশের যুবদের অনুপ্রাণিত করবে বলেও তিনি মন্তব্য করেন। 

উল্লেখ্য, ২০১৭ সালে তুরস্কে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত ৪৬ জনের প্রতিনিধি দল পাঠিয়েছিল। সেখান থেকে ১টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক জেতে ভারত।

 

CG/SS/SB


(Release ID: 1820172) Visitor Counter : 103