সারওরসায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

২৬টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০৬টি জেলার ৩ হাজার ৫৭৯টি ব্লকে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র খোলার জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে

Posted On: 23 APR 2022 11:14AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ এপ্রিল, ২০২২

 

প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা (পিএমবিজেপি)-র বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ব্যুরো অফ ইন্ডিয়া (পিএমবিআই)। পিএমডিআই ব্যক্তিবিশেষ, কর্মহীন ফার্মাসিস্ট, সরকারি মনোনীত সংস্থা, অ-সরকারি সংগঠন, ট্রাস্ট, সোস্যাইটি ইত্যাদির কাছ থেকে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র (পিএমবিজেকে) খোলার জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। janaushadhi.gov.in.  – এই ওয়েবসাইটে আগ্রহী আবেদনকারীরা আবেদন করতে পারবেন। ‘প্রথম আসলে প্রথমে পাবেন’ – এই ভিত্তিতে পিএমবিজেপি-র নামে ড্রাগ লাইসেন্স দেওয়া হবে।   

দরিদ্র মানুষ সহ সাধারণ মানুষ যাতে কম পয়সায় উন্নত মানের ওষুধ পান, তার জন্য সরকার ২০২৪ সালের মধ্যে দেশে ১০ হাজার পিএমবিজেকে খোলার সিদ্ধান্ত নিয়েছে। ৩১শে মার্চ পর্যন্ত এই ধরণের কেন্দ্র ৮ হাজার ৬১০। দেশের ৭৩৯টি জেলার সবকটিতেই পিএমবিজেপি-র সুফল পাওয়া যাচ্ছে। এখন ৪০৬টি জেলার ৩ হাজার ৫৭৯টি ব্লকে পিএমবিজেকে খোলার জন্য আবেদনপত্রের আহ্বান করা হয়েছে। ছোট ছোট শহর ও ব্লকের সদর অঞ্চলে নাগরিকরা এই কেন্দ্র খোলার সুবিধা পাবেন। মহিলা, তপশিলি জাতি/উপজাতি ও পার্বত্য জেলা, দ্বীপভূমি এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে, দেশের প্রতিটি অঞ্চলের মানুষ স্বল্পমূল্যে উন্নত মানের ওষুধ পাবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে janaushadhi.gov.in. এই ওয়েবসাইটে ক্লিক করুন। বর্তমানে ১ হাজার ৬১৬ রকমের ওষুধ, ২৫০ রকমের সার্জিকাল সরঞ্জাম ছাড়াও আয়ুরক্ষা কিট, বালরক্ষা কিট এবং আয়ুষ ৬৪ ট্যাবলেটের মতো রোগ-প্রতিরোধ বৃদ্ধির নানা আয়ুষ উপাদান এইসব কেন্দ্রগুলি থেকে পাওয়া যায়।  পিএমবিআই দেশের সর্বত্র ওষুধ পৌঁছে দেবার জন্য গুরুগ্রাম, চেন্নাই, গুয়াহাটি ও সুরাটে ৪টি গুদাম খুলেছে। এছাড়াও, দেশ জুড়ে ৩৯ জন ডিস্ট্রিবিউটর প্রতিটি প্রান্তে সঠিক সময়ে ওষুধ পৌঁছে দেওয়ার কাজ করছে।

 

CG/CB/SB


(Release ID: 1819426) Visitor Counter : 205