প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ডেফকানেক্ট ২.০ –এর সূচনায় আইডিইএক্স-প্রাইম ও ষষ্ঠ ডিফেন্স ইন্ডিয়া স্টার্ট-আপ চ্যালেঞ্জের উদ্বোধন করেছেন
प्रविष्टि तिथि:
22 APR 2022 2:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ এপ্রিল, ২০২২
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ডেফকানেক্ট ২.০ –এর সূচনায় প্রতিরক্ষা উৎকর্ষতার জন্য উদ্ভাবন (আইডিইএক্স) প্রাইম এবং ষষ্ঠ ডিফেন্স ইন্ডিয়া স্টার্ট-আপ চ্যালেঞ্জ (ডিআইএসসি ৬) –এর উদ্বোধন করেছেন। আইডিইএক্স-প্রাইম –এর লক্ষ্য হল প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমবর্ধমান স্টার্ট-আপগুলিকে সাহায্য করার জন্য ১.৫ কোটি টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা যোগানো। এবার ডিআইএসসি ৬ –এ সাতটি প্রতিরক্ষা সংস্থা, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন দপ্তর অংশ নিয়েছে।এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যাডভান্স ইমেজিং, সেনসর ব্যবস্থাপনা, বিগ ডেটা অ্যানালেটিক্স ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা চলে। পাশাপাশি ডিআইএসসি ৫ –এর ওপেন চ্যালেঞ্জে অংশগ্রণকারী বিজয়ীদের সম্বর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানের ভাষণে শ্রী সিং ডেফকানেক্ট ২.০ –কে দেশের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে স্টার্ট-আপ ইকো ব্যবস্থাপনায় এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন আইডিইএক্স দেশের নতুন প্রযুক্তির বিকাশে সাহায্য করেছে। তিনি জানান, উদ্ভাবন ও প্রযুক্তগত উন্নয়ন তুলে ধরার ক্ষেত্রে স্টার্ট-আপগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম দিয়েছে আইডিইএক্স। তাই তাদের বিজ্ঞানী ও প্রযুক্তি পেশাদারদের ভবিষ্য প্রযুক্তির বিষয়ে চিন্তাভাবনা করার আহ্বান জানান তিনি। শ্রী সিং বলেন, সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী দিনে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী। দ্রুত পরিবর্তনশীল বিশ্বব্যবস্থাপনায় উদ্ভূত সমস্যা মোকাবিলা করার জন্য দেশের সব ক্ষেত্রকে বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থাকে নিরন্তর শক্তিশালী করে তোলা হচ্ছে বলেও জোর দেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, প্রতিটি নতুন সমস্যা আগের চেয়েও জটিল হয়ে উঠছ। কোভিড-১৯ মহামারীর পর বিশ্ব এখন ইউক্রেনের সংঘাত প্রত্যক্ষ করেছে। এমন কি মধ্যপ্রাচ্যের আফগানিস্তান এবং পাকিস্তানে অস্থিরতাও লক্ষ্য করা গেছে। এই ঘটনাগুলি যাতে কোনোভাবেই দেশে প্রভাব ফেলতে না পারে, সেজন্য শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকে স্বার্থক করে তুলতে আহ্বান জানান শ্রী সিং। তিনি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে দেশ ক্রমশই আত্মনির্ভর হয়ে উঠছে। দেশীয় শিল্প, স্টার্ট-আপ, উদ্ভাবকদের শক্তিশালী এবং সশস্ত্র বাহিনীকে সর্বাধুনিক সরঞ্জামে সজ্জিত করে তুলতে সরকার বদ্ধ পরিকর। এদিন অনুষ্ঠানে নীতি আয়োগের সিইও শ্রী অমিতাভ কান্ত, প্রতিরক্ষা মন্ত্রকের সচিব ডঃ অজয় কুমার সহ অন্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
CG/SS/SKD/
(रिलीज़ आईडी: 1819203)
आगंतुक पटल : 258