শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

কৃষি ও গ্রামীণ শ্রমিকদের জন্য মার্চ মাসে সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক প্রকাশিত

Posted On: 21 APR 2022 1:34PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২১ এপ্রিল, ২০২২
 
১৯৮৬-৮৭-কে ১০০ হিসেবে ভিত্তি করে গত মার্চ মাসে কৃষি ও গ্রামীণ শ্রমিকদের জন্য সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচক অনুযায়ী আলোচ্য মাসে কৃষি শ্রমিকদের ক্ষেত্রে সূচক তিন পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮ এবং গ্রামীণ শ্রমিকদের ক্ষেত্রে সূচক তিন পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৯ হয়েছে। কৃষি শ্রমিক ও গ্রামীণ শ্রমিকদের ক্ষেত্রে সূচক বৃদ্ধি পাওয়ার পেছনে রয়েছে বস্ত্র, শয়ন সামগ্রী এবং বিভিন্ন শ্রেণীর জুতোর সূচকাঙ্কে বৃদ্ধি। শাড়ি কটন, ধুতি কটন, শার্টিং ক্লথ কটন, প্লাস্টিক চপ্পল/জুতো, লেদার চপ্পল/জুতোর মূল্য বৃদ্ধি পাওয়ার ফলেই সূচকাঙ্ক বেড়েছে। 
 
সূচকের ওঠানামা বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন হয়। কৃষির সঙ্গে যুক্ত শ্রমিকদের ক্ষেত্রে সূচকাঙ্ক ১৬টি রাজ্যে এক থেকে ১০ পয়েন্ট বেড়েছে এবং চারটি রাজ্যে দুই থেকে ১০ পয়েন্ট পর্যন্ত কমেছে। সূচকাঙ্কের তালিকায় ১ হাজার ২২২ পয়েন্ট নিয়ে তামিলনাড়ু রাজ্যগুলির মধ্যে সবার ওপরে এবং ৮৭৬ পয়েন্ট নিয়ে হিমাচলপ্রদেশ রাজ্যগুলির মধ্যে সবার নিচে রয়েছে। গ্রামীণ শ্রমিকদের ক্ষেত্রে সূচকাঙ্ক ১৬টি রাজ্যে দুই থেকে ১০ পয়েন্ট বেড়েছে। অন্যদিকে, চারটি রাজ্যে সূচকাঙ্ক তিন থেকে ১০ পয়েন্ট পর্যন্ত কমেছে। সূচকাঙ্কের এই তালিকাতেও তামিলনাড়ু ১ হাজার ২৭০ পয়েন্ট নিয়ে রাজ্যগুলির মধ্যে সবার ওপরে এবং হিমাচল প্রদেশ ৯২৬ পয়েন্ট নিয়ে রাজ্যগুলির মধ্যে সবার নিচে অবস্থান করছে। 
 
রাজ্যগুলির মধ্যে কৃষি শ্রমিকদের জন্য গ্রাহক মূল্য সূচক সব থেকে বেশি বেড়েছে মহারাষ্ট্রে এবং গ্রামীণ শ্রমিকদের ক্ষেত্রে গ্রাহক মূল্য সূচকাঙ্ক ১০ পয়েন্ট করে বেড়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও রাজস্থানে। গমের আটা, বাজরা, খাসির মাংস, দুধ, চিনেবাদাম তেল প্রভৃতির দাম বৃদ্ধি পাওয়ায় সূচকেও বৃদ্ধি ঘটেছে। অন্যদিকে, কৃষি শ্রমিকদের ক্ষেত্রে গ্রাহক মূল্য সূচক সব থেকে বেশি হ্রাস পেয়েছে তামিলনাড়ুতে। একই ভাবে কর্ণাটকে গ্রামীণ শ্রমিকদের ক্ষেত্রে গ্রাহক মূল্য সূচক ১০ শতাংশ কমেছে। বিভিন্ন পণ্য সামগ্রী যেমন চাল, জোয়ার, রাগি, ডাল শস্য, পানপাতা, টাটকা মাছ, পেঁয়াজ, শাকসব্জি ও ফলমূলের দাম হ্রাস পাওয়ায় সূচক কমেছে। 
 
 
CG/BD/AS/

(Release ID: 1818744) Visitor Counter : 132