স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৮৭ কোটি ৭ লক্ষ ছাড়িয়েছে
১২-১৪ বছর বয়সীদের ২ কোটি ৫৩ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ ১৩ হাজার ৪৩৩ হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৮০
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৪৩ শতাংশ
Posted On:
21 APR 2022 9:52AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ এপ্রিল, ২০২২
সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৮৭ কোটি ৭ লক্ষ ৮ হাজার ১১১।
১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ গত ১৬ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের ২ কোটি ৫৩ লক্ষ ৮৭ হাজার ৬৭৭টি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। একইভাবে, গত ১০ই এপ্রিল থেকে ১৮-৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ১৮-৫৯ বছর বয়সীদের ২ লক্ষ ৩৭ হাজার ২৭৯টি ডোজ দেওয়া হয়েছে।
আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্য কর্মী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১০৪০৪৫৫৪
১০০১০২১৭
৪৬৪৫২২৫
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১৮৪১৪৬৩৩
১৭৫২৯০৩২
৭২৩৭৭১৮
|
১২-১৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
২৫৩৮৭৬৭৭
১২৪৭২৯৮
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৫৮০০৫৫৮৮
৪০৮৭৭০০৯
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
৫৫৫৩৭৭৪৭১
৪৭৪১৪৮২০৩
৫২০৮০
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
২০২৮৬৮১৭৫
১৮৭০৯৩৪৬১
১৮৫১৯৯
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১২৬৮২৭৭৫৫
১১৬৫৪৭২২২
১৩৮৪৯৫৯৪
|
|
প্রিকশন ডোজ
|
২,৫৯,৬৯,৮১৬
|
মোট
|
|
১,৮৭,০৭,০৮,১১১
|
ধারাবাহিকভাবে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থেকে দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৩ হাজার ৪৩৩ হয়েছে, যা মোট আক্রান্তের ০.০৩ শতাংশ।
একইভাবে জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৩১ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২৫ লক্ষ ১৪ হাজার ৪৭৯।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮০ জন।
দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৪৯ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৮৩ কোটি ৩৩ লক্ষ ৭৭ হাজার ৫২।
দেশে সাপ্তাহিক ও দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার লাগাতার নিম্নমুখী। সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৪৩ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৫৩ শতাংশ।
CG/SS/SB
(Release ID: 1818688)
Visitor Counter : 153