প্রতিরক্ষামন্ত্রক
নৌসেনা প্রধানের মালদ্বীপ সফর
Posted On:
20 APR 2022 2:18PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২০ এপ্রিল, ২০২২
নৌসেনা প্রধান হিসেবে দায়িত্বভার নেওয়ার পর এই প্রথম অ্যাডমিরাল আর হরি কুমার ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত মালদ্বীপ সফরে রয়েছেন। এই সফরে তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহ, বিদেশমন্ত্রী মিঃ আব্দুল্লাহ শহীদ, প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া আহমেদ দিদি এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী এবং মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স স্পোর্টস-এর নেতৃত্বের সম্মানে গত ১৮ই এপ্রিল ভারতীয় নৌ জাহাজ সতলেজ-এ একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অ্যাডমিরাল আর হরি কুমার। উল্লেখ্য, এই নৌ জাহাজ বর্তমানে মালদ্বীপে হাইড্রোগ্রাফিক সহযোগিতার জন্য সমঝোতাপত্র স্বাক্ষরের আওতায় যৌথভাবে হাইড্রোগ্রাফিক সমীক্ষার কাজে মোতায়েন রয়েছে। এদিন নৌসেনা প্রধান ভারত ও মালদ্বীপে যৌথভাবে তৈরি প্রথম নেভিগেশন চার্টের সূচনা করেন।
নৌসেনা প্রধান মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স-এর কার্যালয় পরিদর্শন করেন। মহামারী চালাকালীন উভয় দেশই ‘মিশন সাগর’ এবং ‘অপারেশন সমুদ্রসেতু’-র আওতায় ঘনিষ্ঠভাবে কাজ করেছে।উল্লেখ্য মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী ২০২১ সালের নভেম্বরে ভারতীয় নৌ অ্যাকাডেমির পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাশাপাশি মালদ্বীপ কোস্ট গার্ডের কমান্ড্যান্ট কর্নেল ইব্রাহিম হিলমি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশাখাপত্তনমে আয়োজিত মিলান ২০২২এ উপস্থিত ছিলেন। নৌসেনা প্রধানের এই সফরের ফলে দুই দেশের মধ্যে সমুদ্র ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।
CG/SS/NS
(Release ID: 1818538)
Visitor Counter : 194