কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২১শে এপ্রিল সিভিল সার্ভিস দিবসে ২০২১ সালে জনপ্রশাসন ক্ষেত্রে বিশেষ পারদর্শিতার জন্য পুরস্কার প্রদান করবেন

Posted On: 19 APR 2022 6:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ এপ্রিল, ২০২২


কর্মী, গণঅভিযোগ ও পেনশন মন্ত্রকের অধীনস্ত প্রশাসনিক সংস্কার এবং গণঅভিযোগ দপ্তর ২০-২১শে এপ্রিল সিভিল সার্ভিস দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। ভূ-বিজ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, গণঅভিযোগ, পেনশন, আণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

পঞ্চদশ সিভিল সার্ভিস দিবস উপলক্ষে ২১শে এপ্রিল জেলা/সংশ্লিষ্ট সংস্থা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্যে গুরুত্বপূর্ণ  কর্মসূচি চিহ্নিত করা এবং তা রূপায়ণে নতুন নতুন উদ্ভাবনের স্বীকৃতি দিতে জনপ্রশাসন ক্ষেত্রে বিশেষ পারদর্শিতার জন্য  পুরস্কার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের ৫টি গুরুত্বপূর্ণ কর্মসূচির জন্য ১০টি পুরস্কার প্রদান করবেন। এছাড়াও, ৬টি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রতিষ্ঠানকে কর্মসূচির সফল রূপায়ণের জন্য পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী মোদী একটি ই-বুক প্রকাশ করবেন, যেখানে পুরস্কৃত কর্মসূচিগুলির বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। এছাড়াও, এই কর্মসূচিগুলির উপর নির্মিত একটি ফিল্ম দেখানো হবে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গড়করি, শ্রী হরদীপ সিং পুরী, আইসিআইসিআই – এর চেয়ারম্যান শ্রী জি সি চতুর্বেদী, নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী অমিতাভ কান্ত, ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমার সহ উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। দু’দিনের এই কর্মসূচিতে ২ হাজার ৫০০ জনেরও বেশি অংশগ্রহণ করবেন।


CG/CB/SB



(Release ID: 1818352) Visitor Counter : 103