জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়
সন্ত্রাসবাদ সংক্রান্ত বিষয় অনুসন্ধানে ভার্চুয়াল মাধ্যমে কলম্বো সুরক্ষা শীর্ষ সম্মেলন
प्रविष्टि तिथि:
19 APR 2022 4:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ এপ্রিল, ২০২২
সন্ত্রাসবাদ সংক্রান্ত বিষয় অনুসন্ধানের ক্ষেত্রে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা ১৯ এপ্রিল, ২০২২ ভার্চুয়াল মাধ্যমে কলম্বো নিরাপত্তা শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল। ভারত ছাড়াও মালদ্বীপ, মরিশাস, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের প্যানেলিস্টরা এই ভার্চুয়াল সম্মেলনে যোগ দিয়েছিলেন।
এই সম্মেলনটি ২০২২ -এর ৯-১০ মার্চ মালদ্বীপে অনুষ্ঠিত পঞ্চম এনএসএ- স্তরের বৈঠকে সদস্য দেশগুলি দ্বারা সম্মত হওয়া ২০২২-২৩ বছরের জন্য কলম্বো নিরাপত্তা শীর্ষ সম্মেলনের রোড ম্যাপ ফর কো-অপারেশন এন্ড অ্যাক্টিভিটিস'কে চিহ্নিত করে।
শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারীরা তাঁদের নিজ নিজ দেশে সন্ত্রাসবাদ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন। এর পাশাপাশি সন্ত্রাসবাদের মামলার বিচার, বিদেশি সন্ত্রাসবাদীদের মোকাবিলা করার কৌশল এবং ইন্টারনেট ও সামাজিক মাধ্যমগুলির অপব্যবহার প্রতিরোধের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। এই ধরনের শীর্ষ সম্মেলনে অন্তর্ভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ ও মৌলবাদ সংক্রান্ত মামলার বিচারের বিষয় নিয়ে আলোচনা করে।
কলম্বো নিরাপত্তা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলি সন্ত্রাসবাদ ও মৌলবাদ মোকাবিলায় সহযোগিতার বিষয়টি নিয়েও পারস্পরিক সম্মত হয়েছেন।
CG/ SB
(रिलीज़ आईडी: 1818344)
आगंतुक पटल : 284